কলকাতায় ৭০ টাকার নিচে নামল পেট্রলের দাম। ডিজেলের দামও অনেকটাই কমেছে কলকাতায়। এদিন মহানগরে ৭০.৯৬ টাকা পেট্রল পাওয়া যাচ্ছে অন্যদিকে কলকাতায় ডিজেলের দর এদিন ৬৪.৬১ টাকা।
রবিবার চলতি বছরের মধ্যে সবচেয়ে সস্তা হয়েছিল পেট্রল-ডিজেল। কলকাতায় পেট্রল পাওয়া গিয়েছিল ৭১.১৫ টাকায়। ডিজেলের দাম ছিল ৬৪ টাকা ৮৪ পয়সা।সোমবার সেই দাম অনেকটাই কমেছে।
নয়াদিল্লিতে পেট্রলের দাম কমেছে ২০ পয়সা। আর ডিজেলের দাম কমেছে ২৩ পয়সা। সোমবার নয়াদিল্লিতে পেট্রলের দর ৬৮.৮৪ টাকা। এদিন নয়াদিল্লিতে ৬২.৮৬ টাকা দরে বিক্রি হচ্ছে ডিজেল।
কলকাতায় রবিবারের তুলনায় পেট্রলের দাম কমেছে ১৯ পয়সা। এদিন মহানগরে ৭০.৯৬ টাকা পেট্রল পাওয়া যাচ্ছে।
অন্যদিকে কলকাতায় ডিজেলের দর এদিন ৬৪.৬১ টাকা। রবিবার ডিজেলের দর ছিল ৬৪ টাকা ৮৪ পয়সা। দাম কমেছে ২৩ পয়সা।
বছরের শেষদিনে পেট্রল-ডিজেলের দাম ২০১৮-র মধ্যে সবচেয়ে সস্তা হল
বিশ্বের বাজারে এখন অপরোশোধিত তেলের দাম ক্রমশ কমছে। তাই দেশেও পেট্রল-ডিজেলের দাম নিম্নমুখী।
অপরিশোধিত তেলের চাহিদা এখন নিম্নমুখী। অন্যদিকে উত্পাদন বেড়েছে আগের থেকে। ফলে অপরিশোধিত তেলের দাম ক্রমশ কমতে শুরু করেছে। যা আগামিদিনে আরও কমতে পারে। তাই এর সঙ্গে পাল্লা দিয়ে ভারতেও কমবে পেট্রল-ডিজেলের দাম।