PHOTOS

ওনাম উৎসব ২০২০: পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজে মালাইকা অরোরা

Advertisement
1/5

প্রত্যেক বছরের মতো এবারও ওনাম উৎসব উপলক্ষে পরিবারের সঙ্গে একত্রিত হলেন মালাইকা ও অমৃতা অরোরা। পরিবারের সঙ্গেই সারলেন 'ওনাম সাদ্য' (উৎসবের বিশেষ মধ্যাহ্নভোজ)।

2/5
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Malaika Arora (@malaikaaroraofficial) on

ওনামের দিন দুপুরে থাকে মহাভোজ। তাকে স্থানীয় মালয়ালম ভাষায় বলে সাদ্য। প্রতিটি বাড়িতেই তা বানানো হয়। একেবারে পঞ্চব্যঞ্জন সহকারে রান্না হয়। মোট ২৬টি পদ থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হল কলার চিপস, পাঁপড়, থোরান, মেজহুক্কুপুরাত্তি, কালান, ওলান, আভিয়াল, সাম্বার, ভাত, ডাল, এরিশেরি, রসম, আচার, বাটারমিল্ক, পায়েস ইত্যাদি।

3/5

ওনাম উৎসবে মায়ের সঙ্গে মা-বাবার সঙ্গে উপস্থিত অমৃতা অরোরা ও সাকিল লাদাকের ছেলেও।

4/5

ওনাম উৎসব উপলক্ষে সপরিবারে মধ্যহ্নভোজ সারতে দেখা গেল মালাইকাকে। প্রসঙ্গত, মালাইকার মা জয়েস পলিকার্প দক্ষিণ ভারতীয়। আর ওনাম হল কেরলের অন্যতম বড় উৎসব।

5/5

মালাইকার পোস্ট করা ওনামের ছবিতে কমেন্ট করতে দেখা গিয়েছে বিপাসা বসু, সঞ্জয় কাপুর সহ আরও অনেককেই।





Read More