PHOTOS

Rhea Singha: মাত্র ১৯-এই মুকুটজয়ী, দেশের প্রতিনিধিত্ব এবার বিশ্বমঞ্চে...

১৯ বছরেই রিয়া সিং মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর মুকুট জয় করেছেন। 

Advertisement
1/5
মাত্র ১৯-এই মুকুটজয়ী, দেশের প্রতিনিধিত্ব এবার বিশ্বমঞ্চে...
মাত্র ১৯-এই মুকুটজয়ী, দেশের প্রতিনিধিত্ব এবার বিশ্বমঞ্চে...

গুজরাটের ১৯ বছর বয়সী রিয়া সিং মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর মুকুট জয় করেছেন এবং এখন তিনি ভারতের প্রতিনিধি হিসেবে মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

 

2/5
মাত্র ১৯-এই মুকুটজয়ী, দেশের প্রতিনিধিত্ব এবার বিশ্বমঞ্চে...
মাত্র ১৯-এই মুকুটজয়ী, দেশের প্রতিনিধিত্ব এবার বিশ্বমঞ্চে...

রিয়া সিং প্রতিযোগিতা নিয়ে উত্তেজনার সাথে জানিয়েছেন "আমি এই পর্যায়ে পৌঁছানোর জন্য অনেক পরিশ্রম করেছি, যেখানে নিজেকে এই মুকুটের জন্য যোগ্য় বলে মনে করতে পারি। আগের ইউনিভার্স বিজয়ীদের থেকে আমি অত্যন্ত অনুপ্রাণিত,"

3/5
মাত্র ১৯-এই মুকুটজয়ী, দেশের প্রতিনিধিত্ব এবার বিশ্বমঞ্চে...
মাত্র ১৯-এই মুকুটজয়ী, দেশের প্রতিনিধিত্ব এবার বিশ্বমঞ্চে...

প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল রাজস্থানের ঐতিহাসিক শহর জয়পুরে। জেতার পরেই দেশজুড়ে আলোচনার লাইমলাইটে এসেছেন রিয়া সিং।

4/5
মাত্র ১৯-এই মুকুটজয়ী, দেশের প্রতিনিধিত্ব এবার বিশ্বমঞ্চে...
মাত্র ১৯-এই মুকুটজয়ী, দেশের প্রতিনিধিত্ব এবার বিশ্বমঞ্চে...

তাঁর এই অর্জন তাঁরই প্রতিভার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি নিজের সাহসিকতা, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের কারণে এই মুকুট অর্জন করতে সক্ষম হয়েছেন।

5/5
মাত্র ১৯-এই মুকুটজয়ী, দেশের প্রতিনিধিত্ব এবার বিশ্বমঞ্চে...
মাত্র ১৯-এই মুকুটজয়ী, দেশের প্রতিনিধিত্ব এবার বিশ্বমঞ্চে...

রিয়ার এই বিজয় ভারতের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত(Inspire)করবে এবং দেশ ছাড়িয়ে ভারতের সুনাম বৃদ্ধি হবে বলে আশা করা যায়। মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতায় তার সাফল্য কামনায় গোটা দেশ প্রার্থনা করছে।





Read More