PHOTOS

OnlyFans Model: এক 'অদ্ভূত' কারণে একদিনে ১০০ পুরুষের শয্যাসঙ্গী হতে চায় এই সুন্দরী! শেষে...

OnlyFans Model Ezra Vandan: বিছানার উপর লাল রঙের অন্তর্বাস পরিহিতা এজরা। ছবি পোস্ট করে লেখেন...

 

Advertisement
1/6
একদিনে ১০০ পুরুষের শয্যাসঙ্গী!
একদিনে ১০০ পুরুষের শয্যাসঙ্গী!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৪ ঘণ্টায় ১০০ পুরুষের শয্যাসঙ্গী হবেন! জনসমক্ষে রীতিমতো ঘোষণা করে দিয়েছিলেন। এক অদ্ভূত কারণে এই পরিকল্পনা করেছিলেন এক তুর্কি মডেল। 

2/6
একদিনে ১০০ পুরুষের শয্যাসঙ্গী!
একদিনে ১০০ পুরুষের শয্যাসঙ্গী!

আসল নাম এজরা ভানদান। পরিচিতি আজরানুর এভি হিসেবে। ওনলিফ্যানস মডেল হিসেবেই পরিচিতি এজরার। ২৩ বছরের এজরা সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে তার এই পরিকল্পনার কথা জানান।

3/6
একদিনে ১০০ পুরুষের শয্যাসঙ্গী!
একদিনে ১০০ পুরুষের শয্যাসঙ্গী!

ছবিতে দেখা যায়, একটি বিছানার উপর লাল রঙের অন্তর্বাস পরিহিতা এজরাকে। ছবির ক্যাপশনে এজরা লেখেন, "আমার লক্ষ্য হচ্ছে প্রথমে একটা তুর্কি রেকর্ড ভাঙা। তারপর বিশ্বরেকর্ড ভাঙা। ২৪ ঘণ্টায় ১০০ পুরুষের শয্যাসঙ্গী হব আমি।"

4/6
একদিনে ১০০ পুরুষের শয্যাসঙ্গী!
একদিনে ১০০ পুরুষের শয্যাসঙ্গী!

প্রসঙ্গত এই বিতর্কিত বিষয়ে এর আগে বনি ব্লু নামে আরেক ওনলিফ্যানস মডেল একদিন ১০৫৭ পুরুষের শয্যাসঙ্গী হয়ে বিশ্বরেকর্ড গড়ে বলে দাবি।  তবে এজরা ভানদানের পরিকল্পনা সফল হয়নি। 

5/6
একদিনে ১০০ পুরুষের শয্যাসঙ্গী!
একদিনে ১০০ পুরুষের শয্যাসঙ্গী!

এজরার পোস্ট ইস্তানবুল পাবলিক সিকিউরিটি ডিরেকটরেটের চোখে পড়তেই 'অশ্লীলতা' ছড়ানোর দায়ে ও 'জাতীয় মূল্যবোধের বিরোধী' অভিযোগে এজরাকে গ্রেফতার করে পুলিস। 

6/6
একদিনে ১০০ পুরুষের শয্যাসঙ্গী!
একদিনে ১০০ পুরুষের শয্যাসঙ্গী!

জানা গিয়েছে, পুলিস যখন এজরাকে গ্রেফতার করে, তখন তাঁর কসমেটিক সার্জারি চলছিল। এজরার সঙ্গে তাঁর ২৫ বছর বয়সী ইরানি স্বামী পেদরাম বেহদর ভানদানকেও গ্রেফতার করে পুলিস। যদিও পরে তাঁকে ছেড়ে দেয়।





Read More