PHOTOS

Operation Mahadev: অপারেশন মহাদেব! সংসদে সিঁদুর বিতর্ক শুরুর দিনই শ্রীনগরে এনকাউন্টার, নিকেশ তিন জঙ্গি...

Operation Madadev:  অপারেশন মহাদেবের অন্তর্গত এই অভিযানে সেনাবাহিনীর অনুমান এরাই পহলগামে গুলি করে ২৬ জনকে খুন করেছিল। দারা এলাকায় লিডওয়াস এলাকায় জঙ্গলে এই জঙ্গি-বাহিনী গুলির লড়াই চলার পর ৩ পাকিস্তানি জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

Advertisement
1/12
অপারেশন মহাদেব
অপারেশন মহাদেব

এদিন মাউন্ট মহাদেবের কাছে লিডওয়াস এলাকায় সংঘর্ষে ওই তিন পাকিস্তানি বলে সন্দেহভাজন জঙ্গিকে নিকেশ করা হয়। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে এই যৌথ অভিযানে ছিল জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফের জওয়ানরা।

2/12
অপারেশন মহাদেব
অপারেশন মহাদেব

এদিন মাউন্ট মহাদেবের কাছে লিডওয়াস এলাকায় সংঘর্ষে ওই তিন পাকিস্তানি বলে সন্দেহভাজন জঙ্গিকে নিকেশ করা হয়। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে এই যৌথ অভিযানে ছিল জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফের জওয়ানরা।

 

3/12
অপারেশন মহাদেব
অপারেশন মহাদেব

তারপর থেকে লাগাতার তিনমাসেরও বেশি সময় ধরে তাদের খোঁজে বিভিন্নভাবে তল্লাশি চলছিল জম্মু-কাশ্মীর জুড়ে। 

4/12
অপারেশন মহাদেব
অপারেশন মহাদেব

নিরাপত্তা বাহিনী সূত্র জানিয়েছে, যে তিন জঙ্গি খতম হয়েছে, তারাই পহলগামে গত ২২ এপ্রিল নিরীহ পর্যটকদের ধর্ম বেছে বেছে খুন করেছিল।

5/12
অপারেশন মহাদেব
অপারেশন মহাদেব

শ্রীনগরে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে পহেলগাম সন্ত্রাসবাদী হামলার পিছনে থাকা তিন সন্দেহভাজন পাকিস্তানি সন্ত্রাসবাদী নিহত হয়েছে, সূত্র মারফত্‍ জানা যাচ্ছে। 

6/12
অপারেশন মহাদেব
অপারেশন মহাদেব

জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের কাছে লিডওয়াসে নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে। 

7/12
অপারেশন মহাদেব
অপারেশন মহাদেব

ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পসের অফিসিয়াল 'এক্স' অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে যে নিরাপত্তা বাহিনী লিডওয়াসে 'অপারেশন মহাদেব' শুরু করেছে।

8/12
অপারেশন মহাদেব
অপারেশন মহাদেব

কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে সেনা, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে সন্ত্রাসবাদীদের গুলি করে হত্যা করা হয়েছে, তবে এর কোনও নিশ্চিত খবর এখনও নেই।

9/12
অপারেশন মহাদেব
অপারেশন মহাদেব

রিপোর্ট অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী হরওয়ানের মুলনার এলাকায় অভিযান শুরু করেছে। এলাকায় অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে।

10/12
অপারেশন মহাদেব
অপারেশন মহাদেব

কাশ্মীরের শ্রীনগরের বুকে সেনা জঙ্গি গুলির লড়াই চলছে। জানা যাচ্ছে,সেখানে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩ জঙ্গি নিহত হয়েছে। 

11/12
অপারেশন মহাদেব
অপারেশন মহাদেব

বেশ কিছু মিডিয়া রিপোর্ট বলছে, ৩ জঙ্গি সম্ভবত বিদেশি। ফলত, সেখানে পাকিস্তানি জঙ্গিদের নিহত হওয়ার খবর উঠে আসছে। জানা গিয়েছে, ভারতীয় যৌথ নিরাপত্তা বাহিনীর এই অপারেশনের নাম 'অপারেশন মহাদেব'।

12/12
অপারেশন মহাদেব
অপারেশন মহাদেব

জানা গিয়েছে, শ্রীনগরের হারওয়ান এলাকায় এই সেনা, জঙ্গি গুলির লড়াই চলছে। সেনার তিনার কর্পসের তরফে জানা গিয়েছে, এই অপারেশন মহাদেব এখনও চলছে। যে এলাকার অন্তর্গত এই ঘটনাস্থল,তা দাচিগাম নামে পরিচিত। সেখানের লিদওয়াসে এই গুলির লড়াই চলছে।

 





Read More