Operation Sindoor: ভারতের অপারেশন সিঁদুরে ১০০ জঙ্গি নিকেশ বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিন ফের মোদী-ডোভাল বৈঠকে বসেন। তারপরই সর্বদল বৈঠকে বড় ঘোষণা...
Operation Sindoor: সর্বদল বৈঠকের পর বড় ঘোষণা কেন্দ্রের। পাকিস্তানের সামনে আরও বড় বিপদ!
অপারেশন সিঁদুর এখনও চলছে। জানিয়েছেন রাজনাথ সিং। সর্বদল বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।
তাহলে এবার পাকিস্তানের বিরুদ্ধে আরও বড় সামরিক পদক্ষেপ? ফের কি বড় অ্যাকশনের পথে নয়াদিল্লি?
সর্বদলীয় বৈঠকের পর কিরেন রিজিজু বলেন, "আজকের বৈঠকের সভাপতিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রত্যেককে অপারেশন সিঁদুর নিয়ে ব্রিফ করেন তিনি। সব নেতা তাঁদের পরামর্শ জানিয়েছেন।"
তারপরই তিনি বলেন, "সবাই একযোগে একলক্ষ্যে কাজ করছি আমরা। অপারেশন সিঁদুরের জন্য সবাই সশস্ত্র বাহিনীকে অভিবাদন জানান। প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, অপারেশন সিঁদুর এখনও চলছে।"
পহেলগাঁও হামলার বদলায় বুধবার মাঝরাতে ১টা ৫ থেকে ১টা ৩০ মিনিট, মাত্র ২৫ মিনিটের 'প্রিসিশন অ্যাটাক' ভারতের। ভারতীয় সেনা ও বায়ুসেনার 'অপারেশন সিঁদুরে' ধূলিসাত্ পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯ জঙ্গিঘাঁটি।
গুঁড়িয়ে দেয় লস্করের সদর দফতর সহ জইশের ঘাঁটিও। বুধবারের প্রত্যাঘাতে ১০০ জঙ্গি নিকেশ হয়েছে বলে সর্বদল বৈঠকে জানিয়েছেন রাজনাথ সিং।