PHOTOS

Operation Sindoor: ১০০ জঙ্গি নিকেশ! অপারেশন সিঁদুর নিয়ে বড় ঘোষণা... পাকিস্তানের বিরুদ্ধে এবার...

Operation Sindoor: ভারতের অপারেশন সিঁদুরে ১০০ জঙ্গি নিকেশ বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিন ফের মোদী-ডোভাল বৈঠকে বসেন। তারপরই সর্বদল বৈঠকে বড় ঘোষণা...

Advertisement
1/7
অপারেশন সিঁদুর
অপারেশন সিঁদুর

Operation Sindoor:  সর্বদল বৈঠকের পর বড় ঘোষণা কেন্দ্রের। পাকিস্তানের সামনে আরও বড় বিপদ!

 

2/7
অপারেশন সিঁদুর
অপারেশন সিঁদুর

অপারেশন সিঁদুর এখনও চলছে। জানিয়েছেন রাজনাথ সিং। সর্বদল বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

 

3/7
অপারেশন সিঁদুর
অপারেশন সিঁদুর

তাহলে এবার পাকিস্তানের বিরুদ্ধে আরও বড় সামরিক পদক্ষেপ? ফের কি বড় অ্যাকশনের পথে নয়াদিল্লি?

 

4/7
অপারেশন সিঁদুর
অপারেশন সিঁদুর

সর্বদলীয় বৈঠকের পর কিরেন রিজিজু বলেন, "আজকের বৈঠকের সভাপতিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রত্যেককে অপারেশন সিঁদুর নিয়ে ব্রিফ করেন তিনি। সব নেতা তাঁদের পরামর্শ জানিয়েছেন।" 

 

5/7
অপারেশন সিঁদুর
অপারেশন সিঁদুর

তারপরই তিনি বলেন, "সবাই একযোগে একলক্ষ্যে কাজ করছি আমরা। অপারেশন সিঁদুরের জন্য সবাই সশস্ত্র বাহিনীকে অভিবাদন জানান। প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, অপারেশন সিঁদুর এখনও চলছে।"

 

6/7
অপারেশন সিঁদুর
অপারেশন সিঁদুর

পহেলগাঁও হামলার বদলায় বুধবার মাঝরাতে ১টা ৫ থেকে ১টা ৩০ মিনিট, মাত্র ২৫ মিনিটের 'প্রিসিশন অ্যাটাক' ভারতের। ভারতীয় সেনা ও বায়ুসেনার 'অপারেশন সিঁদুরে' ধূলিসাত্ পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯ জঙ্গিঘাঁটি। 

 

7/7
অপারেশন সিঁদুর
অপারেশন সিঁদুর

গুঁড়িয়ে দেয় লস্করের সদর দফতর সহ জইশের ঘাঁটিও। বুধবারের প্রত্যাঘাতে ১০০ জঙ্গি নিকেশ হয়েছে বলে সর্বদল বৈঠকে জানিয়েছেন রাজনাথ সিং।





Read More