PHOTOS

বেডরুমের বাইরে নিজেদের সম্পর্কের সমীকরণের উপর নির্ভর করছে , পার্টনারের ভালবাসা আর প্যাশন

Advertisement
1/7

নিজস্ব প্রতিবেদন: ভাল সেক্স লাইফ শুধু মাত্র সেক্সকে কেন্দ্র করেই থাকে না।  সেই সঙ্গে জড়িয়ে থাকে আরও অনেকগুলি ফ্যাক্টর। ভাল সেক্স লাইফ পেতে জেনে রাখতে হবে কয়েকটি টিপস। 

 

2/7
ভাল সেক্স লাইফ শুধু মাত্র সেক্সকে কেন্দ্র করেই থাকে না
ভাল সেক্স লাইফ শুধু মাত্র সেক্সকে কেন্দ্র করেই থাকে না

বিশেষ মুহূর্তে আপনার সঙ্গীকে আকর্ষিত করে তুলুন। 

 

3/7
পার্টনারের প্রতি বিশ্বাস,ভালবাসা এবং সর্বপরি প্যাশন তার ওপরই নির্ভর করছে আপনার সেক্স লাইফ
পার্টনারের প্রতি  বিশ্বাস,ভালবাসা এবং সর্বপরি প্যাশন তার ওপরই নির্ভর করছে আপনার সেক্স লাইফ

পার্টনারের প্রতি  বিশ্বাস,ভালবাসা এবং সর্বপরি প্যাশন তার ওপরই নির্ভর করছে আপনার সেক্স লাইফ। শুধুমাত্র বেডরুমেই নিজের প্যাশন দেখালে চলবে না, কীভাবে একে অপরকে বেডরুমের বাইরেও বুঝতে পারছেন তার পরই নির্ভয় করে  সম্পর্ক। 

 

 

4/7
সঙ্গীকে বুঝতে তাঁর সঙ্গে শপিংয়ের সময় কাটান
সঙ্গীকে বুঝতে তাঁর সঙ্গে  শপিংয়ের সময় কাটান

 সঙ্গীকে বুঝতে তাঁর সঙ্গে  শপিংয়ের সময় কাটান,  বিশেষ করে জামাকাপড় কেনার সময় বিশেষ ভাবে তা লক্ষ্য রাখা দরকার। সঙ্গীকে Attractive দেখালে তাঁকে উৎসাহ দিন। 

5/7
একসঙ্গে রান্না করুন
একসঙ্গে রান্না করুন

 

একসঙ্গে রান্নার সময় পদটিক টেস্ট বোঝার নামে সঙ্গীর হাতের থেকে চেখে দেখুন। সেই সঙ্গে যে কোনও ভাবেই  সেন্সুয়াল হয়ে উঠবে এমন কিছু করুন। 

6/7
ট্যুর প্ল্যান করুন একসঙ্গে
ট্যুর প্ল্যান করুন একসঙ্গে

 

 রোজকার একঘেয়েমি থেকে মুক্তি পেতে  ট্যুর ঘুরে আসুন। সেই সঙ্গে ঘুরতে গিয়ে বিশেষ মুহূর্ত শেয়ার করুন নিজেদের মধ্যে। তা সে হোটেলের রুম হোক বা নির্জন এলাকায়। 

7/7
একসঙ্গে ওয়ার্ক-আউট করুন
একসঙ্গে ওয়ার্ক-আউট করুন

 

পার্টনারের সঙ্গে ওয়ার্ক-আউট করার সময় সেন্সুয়াল Desire অবশ্যই বাড়ে।  ওয়র্ক-আউটের(Workout) বিভিন্ন পোজ়(Pose)  পার্টনারের কাছে আকর্ষণীয় করে তুলতে পারে।





Read More