PHOTOS

Operation Sindoor Flight cancelled: বাতিল ৪০০টি ফ্লাইট, ২৭টি বিমানবন্দর বন্ধ! ভারত-পাক যুদ্ধ আবহে বড় পদক্ষেপ...

Operation Sindoor Several Flight cancelled: ৪০০টির বেশি উড়ান বাতিল করল একাধিক বিমান সংস্থা। অমৃতসর, লুধিয়ানা, ভাতিন্ডা, পাটিয়ালা, হালওয়ারা, পাঠানকোট, ভুন্তার, শিমলা, গাগ্গাল, ধরমশালা, কিশানগড়, জয়সলমীর, যোধপুর,বিবৃতি জারি করে তাদের উড়ান বাতিলের কথা ঘোষণা করেছে। 

Advertisement
1/6
হুলুস্থুলু কাণ্ড
হুলুস্থুলু কাণ্ড

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার সকাল থেকেই হুলুস্থুলু কাণ্ড। সকাল হতেই একের পর এক বিস্ফোরণে। ভয়ংকর বিস্ফোরণে একে একে কেঁপে উঠল লাহোর, শিয়ালকোট, রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালা। সবেমিলিয়ে ১০ শহরে বিস্ফোরণ। শহরে শহরে বেজে উঠল সাইরেন। আতঙ্ক ছাড়ল অর্ধেক পাকিস্তানে। এবার তার থেকেও বড় খবর হল লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দিল ভারত।

2/6
উড়ান বাতিল
উড়ান বাতিল

এরপর বৃহস্পতিবার দেশজুড়ে ৪০০টির বেশি উড়ান বাতিল করল একাধিক বিমান সংস্থা। 

3/6
ন্ধ ছিল ১৮টি বিমানবন্দর
ন্ধ ছিল ১৮টি বিমানবন্দর

প্রথমে বন্ধ ছিল ১৮টি বিমানবন্দর। কিন্তু সেই সংখ্যা বাড়িয়ে করা হল ২৭টি বিমানবন্দর। 

4/6
যাত্রীবাহী বিমান ওঠানামা
 যাত্রীবাহী বিমান ওঠানামা

শ্রীনগর, লেহ, জম্মু, চণ্ডীগড়ের পাশাপাশি তালিকায় রয়েছে অমৃতসর, লুধিয়ানা, ভাতিন্ডা, পাটিয়ালা, হালওয়ারা, পাঠানকোট, ভুন্তার, শিমলা, গাগ্গাল, ধরমশালা, কিশানগড়, জয়সলমীর, যোধপুর, বিকানের, মুন্দ্রা, জামনগর, রাজকোট, পোরবন্দর, কান্ডলা, কেশোদ, ভুজ, গোয়ালিয়র এবং হিন্দন বিমানবন্দর। আগামী ১০ মে সকাল ৫টা ২৯ পর্যন্ত এই বিমানবন্দরগুলিতে কোনও যাত্রীবাহী বিমান ওঠানামা করবে না।

5/6
মিডিয়া অ্যাডভাইজারি
মিডিয়া অ্যাডভাইজারি

সেই মতন মিডিয়া অ্যাডভাইজারি জারি করেছে বিভিন্ন বিমান সংস্থা। 

6/6
নিরাপত্তা
নিরাপত্তা

নিরাপত্তা কথার মাথায় রেখে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, স্পাইস জেট, এয়ার ইন্ডিয়ার মতো বিমান সংস্থাগুলি ইতিমধ্যেই বিবৃতি জারি করে তাদের উড়ান বাতিলের কথা ঘোষণা করেছে। 





Read More