PHOTOS

Pahalgam Attack Similarity with Hamas: পহেলগাঁওয়ে পর্যটক হত্যালীলা, ইজরায়েলে হামাসের গণহত্যা! ভয়ংকর অদ্ভূত মিল...

Pahalgam Attack similarity with Hamas:  পহেলগাঁও হামলার প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, হামলার পিছনে হামাসের সরসরি মদত রয়েছে কিনা, বা জঙ্গিরা হামাসের থেকে প্রশিক্ষণ পেয়েছে কিনা?

Advertisement
1/7
পহেলগাঁওয়ে হামলায় হামাস যোগ!
পহেলগাঁওয়ে হামলায় হামাস যোগ!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইজরায়েলে হামাস হানার সঙ্গে মিল পহেলগাঁও হামলার! ইজরায়েলের মাটিতে ২০২৩-এর ৭ অক্টোবর হামাসের গণহত্যা। আর এদিকে ২২ এপ্রিল ভারতের কাশ্মীরে পহেলগাঁওয়ে জঙ্গিহামলা। নির্বিচারে পর্যটকদের হত্যা। এই দুই ঘটনায় হামলার কৌশলে যেন অদ্ভূত ভয়ংকর মিল! 

 

2/7
পহেলগাঁওয়ে হামলায় হামাস যোগ!
পহেলগাঁওয়ে হামলায় হামাস যোগ!

এমনটাই বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন পেন্টাগন আধিকারিক মাইকেল রুবিন। তাঁর দাবি, দুক্ষেত্রেই মোডাস অপারেন্ডি ও মোটিভ যেন এক। রুবিন বলেছেন, "২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের সময় ঠিক এটাই ঘটেছিল। ইহুদিদের বেছে বেছে মারা হয়েছিল। এখানে কাশ্মীরের পহেলগাঁওতেও হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে।" 

3/7
পহেলগাঁওয়ে হামলায় হামাস যোগ!
পহেলগাঁওয়ে হামলায় হামাস যোগ!

প্রসঙ্গত পহেলগাঁও হামলার প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, হামাস কি পাকিস্তান সফর করেছে? গোয়েন্দা তথ্য থেকে যার ইঙ্গিতও মিলেছে। জানা যাচ্ছে, হামাসের একটি প্রতিনিধিদল সম্প্রতি বাহাওয়ালপুরে জইশ-ই-মহাম্মদের ঘাঁটি পরিদর্শন করে। গত ফেব্রুয়ারিতে পাক অধিকৃত কাশ্মীরে ‘ভারত বিরোধী’ সম্মেলনে যোগ দেয় হামাসের প্রতিনিধিরা। জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইবা জঙ্গিরা তাদের ফুল ছুড়ে স্বাগতও জানায়। 

4/7
পহেলগাঁওয়ে হামলায় হামাস যোগ!
পহেলগাঁওয়ে হামলায় হামাস যোগ!

হামাস নেতাদের সঙ্গে নিয়ে বাইক র‍্যালিও করতে দেখা যায় জইশ ও লস্কর জঙ্গিদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। পাশাপাশি হামাসের প্রতিনিধি দলপাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির উদ্বোধন করা একটি যুদ্ধকেন্দ্রও পরিদর্শন করে বলে খবর। যে যুদ্ধকেন্দ্রটি ভারত সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ পাকিস্তানি সামরিক ইউনিট বাহাওয়ালপুর কর্পসের অংশ।

5/7
পহেলগাঁওয়ে হামলায় হামাস যোগ!
পহেলগাঁওয়ে হামলায় হামাস যোগ!

বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ ইজরায়েল ভারতের কৌশলগত বন্ধু। সেক্ষেত্রে হামলার পিছনে হামাসের সরসরি মদত রয়েছে কিনা, বা জঙ্গিরা হামাসের থেকে প্রশিক্ষণ পেয়েছে কিনা, সেই প্রশ্নও উঠছে। কারণ তদন্তে জানা গিয়েছে,জঙ্গিরা হামলার সময় হেলমেট-মাউন্টেড বডি ক্যাম, এনক্রিপ্টেড অ্যাপের মতো উচ্চ প্রযুক্তির ব্যবহার করেছে। যা ভাবাচ্ছে গোয়েন্দাদের।

 

6/7
পহেলগাঁওয়ে হামলায় হামাস যোগ!
পহেলগাঁওয়ে হামলায় হামাস যোগ!

ওদিকে প্রাক্তন পেন্টাগন আধিকারিক মাইকেল রুবিনও শুধু তুলনা করেই থেমে থাকেননি, বরং হামাসের বিরুদ্ধে ইসরায়েল যেভাবে শক্তি প্রয়োগ করেছে, নয়াদিল্লিকেও পাকিস্তানের বিরুদ্ধে একই রকম কঠোর পদক্ষেপ নিতে হবে বলে বলেন তিনি। হামাস তাদের কৌশলে সফল হয়েছে বলেই, পাকিস্তানকে সফল হতে দেওয়া যাবে না বলেও ভারতকে সতর্ক করেন তিনি। বলেন, ভারতের এবার সময় এসেছে আইএসআই-এর নেতৃত্বকে নিশ্চিহ্ন করার।

7/7
পহেলগাঁওয়ে হামলায় হামাস যোগ!
পহেলগাঁওয়ে হামলায় হামাস যোগ!

উল্লেখ্য, পহেলগাঁওয়ে হামলা চালানো ৪ জঙ্গির ছবি প্রকাশ্যে এসেছে। আসিফ ফুজি, সুলেমান শা, আবু তালহা ও আদিল গুরু- এই ৪ জঙ্গির মধ্যে আসিফ ও আদিল পাকিস্তানি জঙ্গি। হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। হামলার মাস্টারমাইন্ড হিসেবে উঠে এসেছে লস্করের টপ কম্যান্ডার সইফুল্লা কাসুরির নাম। 

 





Read More