PHOTOS

Pahalgam Terror Attack: কোন পথে পহেলগাঁওয়ে এসেছিল হামলাকারীরা, কে তাদের পথ চিনিয়েছিল, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Pahalgam Terror Attack: ফরেন্সিক পরীক্ষায় দেখা গিয়েছে জঙ্গিরা গুলি চালিয়েছিল একে ৪৭ রাইফেল ও এম৪ অ্যাসল্ট রাইফেল থেকে

Advertisement
1/5
নতুন তথ্য
নতুন তথ্য

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা সম্পর্কে এবার নতুন তথ্য উঠে এল। তদন্তে উঠে এল গত ২২ এপ্রিল জঙ্গিরা প্রায় ২০-২২ ঘণ্টা পাহাড়ি রাস্তা পেরিয়ে বৈসারন ভ্য়ালিতে এসেছিল কোকেনাদ থেকে। সূত্রের খবর উল্লেখ করে এমনটাই জানাচ্ছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরে।

 

2/5
মোবাইল ছিনতাই
মোবাইল ছিনতাই

বৈসারনে আসার পথে জঙ্গি একজন স্থানীয় বাসিন্দা ও একজন পর্যটকের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়।

3/5
৩ পাকিস্তানি
৩ পাকিস্তানি

চার হামলাকারীর মধ্যে ৩ জন ছিল পাকিস্তানি। একজন স্থানীয় যুবক আদিল ঠোকার। ২০১৮ সালে হিজবুল মুজিহাদিনে যোগ দেয় ঠোকার। তারপর পাকিস্তানে গিয়ে সে জঙ্গি প্রশিক্ষণ নেয়। ২০২৪ সালে সে কাশ্মীরে ফিরে আসে। এই ঠোকারই পাক জঙ্গিদের অস্ত্র সাহায্য করে। পাশাপাশি তাদের রাস্তা দেখিয়ে বৈসারনে আনে।

4/5
ফরেন্সিক পরীক্ষা
ফরেন্সিক পরীক্ষা

ফরেন্সিক পরীক্ষায় দেখা গিয়েছে জঙ্গিরা গুলি চালিয়েছিল একে ৪৭ রাইফেল ও এম৪ অ্যাসল্ট রাইফেল থেকে।

5/5
দোকানের আড়াল থেকে গুলি!
দোকানের আড়াল থেকে গুলি!

সূত্রের খবর ২ জঙ্গি একটি দোকানের আড়াল থেকে বেরিয়ে এসে গুলি চালাতে শুরু করে। এতেই প্রবল হুড়োহুড়িশুরু হয়ে যায়। তার মধ্যেই অন্যরা গুলি চালায়।





Read More