Surgical Strike: খালি করা হয়েছে সীমান্তবর্তী গ্রামগুলিকে। এর আগে মোদী সরকার পাকিস্তানের বিরুদ্ধে ২টি বড় সার্জিক্যাল স্ট্রাইক চালায় ২০১৬ ও ২০১৯ সালে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা। পর্যটকদের ধর্ম পরিচয় যাচাই করে নির্বিচারে গুলি জঙ্গিদের। ২৬ পর্যটকের মৃত্যু। প্রতিশোধের আগুনে জ্বলছে ভারত। কড়া বদলা নেওয়া হবে, হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
আর তারপরই উসকে উঠছে পাক মাটিতে ভারতের ফের সার্জিক্যাল স্ট্রাইকের সম্ভাবনা। ভারতের দিক থেকে কড়া পদক্ষেপের সম্ভাবনা আঁচ করে ইতিমধ্যেই নিয়ন্ত্রণরেখা বরাবর হাই অ্যালার্ট জারি করেছে পাক বায়ু সেনা।
খালি করা হয়েছে সীমান্তবর্তী গ্রামগুলিকে। পহেলগাঁও হামলার পর থেকেই তাই রাতভর রাওয়ালপিন্ডি ঘাঁটি থেকে আকাশে টহল দিয়েছে পাক বায়ুসেনার C-130H। এর আগে মোদী সরকার পাকিস্তানের বিরুদ্ধে ২টি বড় সার্জিক্যাল স্ট্রাইক চালায় ২০১৬ ও ২০১৯ সালে।
ইতিমধ্যেই পহেলগাঁও হামলার পিছনে মিলেছে পাক যোগ, হামাস যোগ। যে ৪ জঙ্গিকে শনাক্ত করা হয়েছে, তাদের মধ্যে ২ জন পাকিস্তানি বলে জানা গিয়েছে। একইসঙ্গে এটাও জানা গিয়েছে যে হামলার পিছনে মাস্টারমাইন্ড হাইফ সইদ ঘনিষ্ঠ লস্কর টপ কম্যান্ডার সইফুল্লা কাসুরি ওরফে খালিদ।
যদিও পাক বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে দাবি করা হয়েছে যে, এই হামলার পিছনে পাকিস্তানের কোনও যোগ নেই। তবে ইতিমধ্যেই ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে পহেলগাঁও হামলার জবাবে বিবৃতি জারি করে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
আর্টারি সীমান্ত বন্ধ করার কথা ঘোষণা করা হয়েছে। পাক নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। একইসঙ্গে বাতিল করা হয়েছে সিন্ধু জলবণ্টন চুক্তি।