How Indian air defence saved Amritsar Golden Temple: পহেলগাঁও হামলার বদলায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৭ মে ভারত অপারেশন সিঁদুর করে। গুঁড়িয়ে দেয় মোট ৯টি জঙ্গি ঘাঁটি। তারপরই প্রতিশোধ নিতে পালটা হামলার চেষ্টা করে পাকিস্তান।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৮ মে রাতে বেজে উঠেছিল সাইরেন। নাগাড়ে সাইরেন বাজতে থাকে অমৃতসর সহ পাঞ্জাবের বিভিন্ন জায়গায়।
সেদিন অমৃতসরের স্বর্ণমন্দিরকে টার্গেট করেছিল পাকিস্তান। পবিত্র স্বর্ণমন্দির ও পাঞ্জাবের একাধিক শহরকে টার্গেট করে একের পর এক উড়ে আসে পাক ড্রোন ও মিসাইল।
সেনার পক্ষ থেকে বলা হয়েছে, ৮ মে পাকিস্তান মূলত ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আকাশপথে মনুষ্যবিহীন বড়সড় হামলার চেষ্টা করে।
তবে ভারতীয় সেনা সবরকম হামলা মোকাবিলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল। কারণ এমনটা যে হতে পারে, সেটা আগে থেকেই অনুমান করেছিল ভারতীয় সেনা।
আর তাই পবিত্র স্বর্ণমন্দিরকে সবদিক থেকে রক্ষায় জন্য অতিরিক্ত এয়ার ডিফেন্স সিস্টেমের সরঞ্জাম মোতায়েন করা হয়েছিল।
এরপর পাকিস্তান হামলার চেষ্টা করতেই অত্যন্ত নিপুণ দক্ষতার সঙ্গে প্রতিহত করে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম।
ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের আকাশ ক্ষেপণাস্ত্র ও L-70 এয়ার ডিফেন্স বন্দুক ব্যবহার করে সমস্ত পাক ড্রোন ও মিসাইলকে ধ্বংস করা হয়।
#WATCH | Amritsar, Punjab: Indian Army shows a demo of how Indian Air Defence systems, including AKASH missile system, L-70 Air Defence Guns, saved the Golden Temple in Amritsar and cities of Punjab from Pakistani missile and drone attacks. pic.twitter.com/yulFvSFqKv
— ANI (@ANI) May 19, 2025
ব্যর্থ হয় স্বর্ণমন্দিরে হামলার পাকিস্তানের ঘৃণ্য প্রচেষ্টা। পবিত্র স্বর্ণমন্দিরের গায়ে একটা আঁচড়ও কাটতে ব্যর্থ হয় পাকিস্তান।
কীভাবে অমৃতসরের স্বর্ণমন্দির ও পাঞ্জাবের শহরগুলিকে পাক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম রক্ষা করে, সোমবার সেই ভিডিয়ো প্রকাশ করেছে সেনাবাহিনী।