PHOTOS

Actress Death: দরজা খুলতেই ভয়ংকর তীব্র গন্ধ! ফ্ল্যাটের ভিতর উদ্ধার অভিনেত্রীর পচাগলা দে*হ...

Pakistani actress Death: ফ্ল্যাট থেকে তীব্র দুর্গন্ধ। দরজা ভেঙে পুলিস ঢুকে দেখে অভিনেত্রীর পচাগলা দেহ। ধারণা করা হচ্ছে, প্রায় দুই সপ্তাহ আগেই অভিনেত্রীর মৃত্যু হয়েছে।

Advertisement
1/8
মৃত পাকিস্তানি অভিনেত্রী
মৃত পাকিস্তানি অভিনেত্রী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করাচির ফ্ল্যাট থেকে উদ্ধার পাকিস্তানি অভিনেত্রী পচাগলা দেহ। পুলিস কর্তৃপক্ষ ৮ জুলাই এই খবর নিশ্চিত করেছে।

2/8
প্রতিবেশীদের বক্তব্য
প্রতিবেশীদের বক্তব্য

প্রতিবেশীরা জানান, অভিনেত্রীর ফ্ল্যাট থেকে তীব্র গন্ধ আসছিল। তাই তারা পুলিসের খবর দেয়।

3/8
পুলিসের বক্তব্য
পুলিসের বক্তব্য

ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সৈয়দ আসাদ রেজা জানিয়েছে, বিকেলবেলা পুলিস খবর পাওয়ার পর ওই ফ্ল্যাটে যায়।

4/8
ফ্ল্যাটে উদ্ধার পচাগলা মৃতদেহ
ফ্ল্যাটে উদ্ধার পচাগলা মৃতদেহ

পুলিস গিয়ে দরজায় কড়া নাড়লেও কেউ খোলেনি। শেষ পর্যন্ত দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকতে হয় তাদের। ডিআইজি জানিয়েছেন, মৃতদেহটি অনেক দিন আগের বলে মনে হয়। হুমায়রার বয়স আনুমানিক ৩০-৩৫ বছরের মধ্যে হবে। ধারণা করা হচ্ছে, প্রায় দুই সপ্তাহ আগেই অভিনেত্রীর মৃত্যু হয়েছে।

5/8
কে এই হুমায়রা?
কে এই হুমায়রা?

হুমায়রা একজন মডেল ও অভিনেত্রী ছিলেন। তাঁর মৃত্যুর কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবেই বিবেচনা করছে কর্তৃপক্ষ।

6/8
পুলিসের বক্তব্য
পুলিসের বক্তব্য

পুলিস জানিয়েছে, বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত চলছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জনসাধারণকে কোনও ধরনের অনুমান বা গুজব না ছড়াতে অনুরোধ জানানো হয়েছে।

7/8
পুলিসের বক্তব্য
পুলিসের বক্তব্য

পুলিস আরও জানিয়েছে, মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের দীর্ঘ সাত বছর ধরে ওই অ্যাপার্টমেন্টে একা থাকতেন। জানা গিয়েছে, তিনি ২০১৮ সালে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন, কিন্তু ২০২৪ সালে ভাড়া দেওয়া বন্ধ করে দেন। ভাড়া না দেওয়ার কারণে বাড়িওয়ালা ক্যান্টনমেন্ট বোর্ড ক্লিফটনে (সিবিসি) অভিনেত্রীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

 

8/8
ময়নাতদন্ত
ময়নাতদন্ত

হুমায়রার মৃতদেহ ময়নাতদন্তের জন্য জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। চিকিত্‍সক জানিয়েছে, মৃতদেহে অনেকটাই পচন ধরে গিয়েছে এবং এই অবস্থায় মৃত্যুর সঠিক কারণ জানা কঠিন হবে।





Read More