বিরিয়ানি খাওয়ানো হয় পাকিস্তানের ক্রিকেটারদের। আর সেটাই তাঁদের আনফিট হওয়ার একমাত্র কারণ। মনে করেন ওয়াসিম আক্রম।
পাকিস্তান ক্রিকেটে দুঃসময় চলছে। একের পর এক সিরিজে হার। বিশ্বকাপের আগে দলের এমন অবস্থায় চিন্তিত পাক ক্রিকেট বোর্ড। একইসঙ্গে উত্কন্ঠা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রাক্তন পেসার আক্রম।
আক্রম মনে করেন, এই মুহূর্তে ফিটনেস ইস্যুতেই সব থেকে বেশি সমস্যায় রয়েছে পাক দল। তিনি পাকিস্তান দলকে বিশ্ব ক্রিকেটের সব থেকে আনফিট দল হিসাবেও ব্যাখ্যা করেছেন।
আক্রম বলছিলেন, একটা দলের ক্রিকেটারদের এখনও বিরিয়ানি খাওয়ানো হয়। তার পরও ওরা কী করে চ্যাম্পিয়ন দলগুলোর বিরুদ্ধে ভাল খেলবে! এরকম খাদ্যাভাস যদি চলতে থাকে তা হলে কোনও টুর্নামেন্টেই পাকিস্তান ভাল কিছু করে দেখাতে পারবে না।
আধুনিক ক্রিকেটে ফিটনেস একটা বড় ইস্যু। বিশ্বের যে কোনও প্রথম সারির দল ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সজাগ। সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও ব্যাপারটা নিয়ে সচেতন হয়নি বলে বিস্ময় প্রকাশ করেছেন আক্রম।