Pahalgam Terror Attack: এবার হুমকির মুখে খোদ গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ে। পহেলগাঁওকাণ্ডের পর হাফিজ সঈদকে হুমকি দেওয়ায় বিপাকে লরেন্স। পাক গ্যাংস্টার শাহজাদ ভাট্টি বাবা সিদ্দিকি এবং সিধু মুসেওয়ালার খুনের পিছনের ষড়যন্ত্র প্রকাশ করার হুমকি দিয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁওকাণ্ডের জেরে উত্তপ্ত ভারত পাকিস্তানের সম্পর্ক। গোটা ভারত ফুঁসছে প্রতিবাদের আগুনে। এই আবহেই সোশ্যাল মিডিয়ায় ভারতের অন্যতম গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানকে হুমকি বার্তা লেখে।
এবার তারই উত্তরে পাকিস্তানি ডন শাহজাদ ভাট্টি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে সরাসরি সতর্ক করেছেন।
সোশ্যাল মিডিয়ায় শাহজাদ লরেন্সকে এনসিপি নেতা বাবা সিদ্দিকি এবং গায়ক সিধু মুসেওয়ালার খুনের পিছনের ষড়যন্ত্র প্রকাশ করার জন্য সতর্ক করেছেন।
লরেন্স বিষ্ণোইয়ের দল লেখে, 'জয় শ্রী রাম রাম রাম। কাশ্মীরের পহেলগাঁওতে যে ভয়ংকর হামলায় নির্দোষ মানুষদের কোনও কারণ ছাড়াই মেরেছে, তার বদলা আমরা খুব তাড়াতাড়ি নেব। ওরা তো আমাদের নির্দোষ মানুষদের মেরেছে, কিন্তু আমরা একজন দোষীকে পাকিস্তানে ঢুকে মারব। যেটা ১ লাখ মানুষের মৃত্যুর সমান হবে।'
সেখানে আরও লেখা, 'তুমি যদি হাত মেলাও, তাহলে আমরা কোলাকুলি করব। কিন্তু যদি চোখ রাঙাও, তো আমরা চোখ খুবলে নেব। আর যদি এই রকম নিচু কাজ করে তো পাকিস্তানে ঢুকে ইটের উত্তর পাথরে দেব।' ছবিতে লস্কর-ই-তোইবার মূল পান্ডা হাফিজ সইদের ছবি দিয়ে তার উপর কাটা চিহ্ন আঁকা।
এরই প্রতিক্রিয়া জানিয়েছে শাহজাদ ভাট্টি। তিনি এক পোস্টে লরেন্সকে তার গোপন কথা প্রকাশ করে দেওয়ার হুমকি দেয়। ফেসবুকে আরও একটি পোস্টে লেখেন, 'যদি কেউ হাফিজ সঈদের ক্ষতি করার চেষ্টা করে অথবা তার কাছে কোনও ক্ষতি চাওয়ার কথাও ভাবে, তাহলে সেই ব্যক্তি তার নিজের ক্ষতির জন্য দায়ী থাকবে।'
শাহজাদ ভাট্টি আরও হুমকি দেন যে লরেন্সের অডিয়ো এবং ভিডিয়ো মিডিয়াতে প্রচার করবেন এবং তাকে ফাঁস করে দেবেন। তিনি দাবি করেন যে মুসেওয়ালাকে কে খুন করিয়েছে, অস্ত্রের জন্য অর্থ কোথা থেকে এসেছে এবং এই বিষয়ে কী বলা হয়েছে তার একটি রেকর্ড তার কাছে রয়েছে। ভাট্টি আরও বলেন যে যদি ইসলাম এবং পাকিস্তানের নাম লক্ষ্যবস্তু করা হয়, তাহলে সবকিছু তথ্য ফাঁস হয়ে যাবে।
শাহজাদ ভাট্টি ভিডিয়োটি শেষ করে বলেন যে তার এবং লরেন্সের মধ্যে বন্ধুত্ব এখানেই শেষ। অন্যদিকে, পাঞ্জাব পুলিসের অ্যান্টি গ্যাংস্টার টাস্ক ফোর্স (AGTF) এই বিষয়ে তদন্ত শুরু করেছে এবং পদক্ষেপ নিয়েছে।