PHOTOS

Panagarh Accident Case: প্রতিবেশীরা 'মাম' নামেই ডাকতেন! ন'মাস আগেই..., অকালে ঝরে যাওয়া সুতন্দ্রাকে চিনুন...

Panagarh Accident Case: ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। দুর্গাপুরে কাঁকসার পানাগড়ে মদ্যপ ইভটিজারদের দৌড়াত্ম্য। তরুণীর গাড়িকে ধাওয়া, শেষে ইভটিজারদের গাড়ির ধাক্কায় উল্টে গেল গাড়ি, ঘটনাস্থলেই মৃত্যু তরুণীর।

Advertisement
1/7
সুতন্দ্রা কে চেনেন?
সুতন্দ্রা কে চেনেন?

বিধান সরকার: খুব ছোটো থেকে নাচ শিখে, বড় হয়ে ভালো নৃত্য শিল্পী হয়ে ওঠেন চন্দননগরের সুতন্দ্রা। গয়ায় নাচের অনুষ্ঠান করতে যাওয়ার সময় কাঁকসায় মর্মান্তিক মৃত্যু হল সেই নৃত্যশিল্পীর। মদ্যপ ইভটিজারদের দৌড়াত্ম্যে গাড়ির ধাক্কায় উল্টে গেল গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু সুতন্দ্রা চট্টোপাধ্যায় নামে বছর ২৬-এর এক তরুণীর।  

2/7
সুতন্দ্রা কে চেনেন?
সুতন্দ্রা কে চেনেন?

সুতন্দ্রাকে প্রতিবেশীরা 'মাম' নামেই ডাকতেন। বাবা সুকান্ত চট্টোপাধ্যায় ছিলেন রেলের ঠিকাদার। ন'মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। নাড়ুয়ার বাড়িতে আছেন সুতন্দ্রার বৃদ্ধা দিদিমা, ঠাকুমা আর মা।

3/7
সুতন্দ্রা কে চেনেন?
সুতন্দ্রা কে চেনেন?

বাবার ক্যানসারে মৃত্যুর পর সুতন্দ্রাই সংসারের হাল ধরেছিলেন। প্রতিবেশীরা বলেন, ওকে আমরা মাম বলে ডাকতাম। রাস্তার কুকুরদের ডেকে ডেকে খাবার খাওয়াতো। খুব ভালো ব্যবহার করত আমাদের সঙ্গেও। 

4/7
সুতন্দ্রা কে চেনেন?
সুতন্দ্রা কে চেনেন?

খুব ছোটবেলা থেকেই নাচ শিখত। নাড়ুয়া মেন রোডে ওদের বাড়ি ছিল আগে। অনেক দিন আগে রায় পাড়ায় চলে আসে। খুব ভালো নাচত। বন্ধুদের নিয়ে একটা নাচের গ্রুপ তৈরী করেছিল। সেই গ্রুপ নিয়ে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যেত।

5/7
সুতন্দ্রা কে চেনেন?
সুতন্দ্রা কে চেনেন?

খবর পেয়ে নতুন তাদের বাড়িতে পৌঁছান চন্দননগর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহিত নন্দী। তিনি বলেন, সুজনদার বাবা সুকান্ত আমার সহপাঠী ছিল। এখনও বছর ঘোরেনি তার মৃত্যু হয়েছে। তার মধ্যেই তার মেয়ের আমার দিকেই মৃত্যুর খবর মেনে নিতে পারছি না। যা শুনছি সেটা যদি সত্যি হয় তাহলে এই ধরনের দুষ্কৃতীদের ক্ষমা করা উচিত নয়। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। 

6/7
সুতন্দ্রা কে চেনেন?
সুতন্দ্রা কে চেনেন?

রবিবার রাত দশটায় বাড়ি থেকে বেরোয় গয়া যাবার উদ্দেশ্যে।সঙ্গী ছিল আরও চারজন। দুর্গাপুরের বুদবুদ-এর একটি পেট্রল পাম্প থেকে তেল ভরে ১৯ নম্বর জাতীয় সড়কে ওঠা মাত্রই তরুণীর গাড়িকে ধাওয়া করে সাদা রঙের মদ্যপ ইভটিজারদের গাড়ি। তরুণীর সঙ্গে থাকা সহকর্মী ও গাড়ির চালকের অভিযোগ, অশ্লীল ইঙ্গিত শুরু করে ইভাটিজাররা। কটুক্তি করতে থাকে।

7/7
সুতন্দ্রা কে চেনেন?
সুতন্দ্রা কে চেনেন?

এরপর গাড়ি নিয়ে ধাওয়া করে। গভীর রাতের এই ঘটনায় রীতিমতো ভয় পেয়ে গিয়ে মহিলার গাড়ির চালক গাড়িটিকে কাঁকসার পানাগড়ের দিকে নিয়ে চলে যান। নিস্তার মেলেনি এরপরও, ধাওয়া করতে করতে দুরন্ত গতিতে ছুটে আসা সাদা রঙের ইভাটিজারদের গাড়ি সজোরে ধাক্কা মারে সুতন্দ্রাদের চারচাকা গাড়িকে। উল্টে যায় গাড়িটি, সুতন্দ্রার মৃত্যু হয় ঘটনাস্থলে। 





Read More