টলিপাড়ায় এখন ভোট আবহ, বহু তারকাই সরাসরি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। অনেকেই আবার BJP কিংবা TMC-র প্রার্থী হিসাবেও ভোটে লড়ছেন। তবে সেসব থেকে দূরেই রয়েছেন অভিনেত্রী পাওলি দাম।
পাওলি দাম এই মুহূর্তে রয়েছেন রাজস্থানে রয়েছেন। রাজস্থানের আজমেঢ় শরিফ দরগায় গিয়েছেন পাওলি।
পাওলি দামের আজমেঢ় শরিফ দরগা দর্শনের বেশকিছু মুহূর্ত লেন্সবন্দি হয়েছে।
আজমেঢ় শরিফ দরগায় গিয়ে সেখানে ফুল ও চাদর চড়াতেও দেখা গিয়েছে পাওলিকে।
প্রসঙ্গত, রাজস্থানে গেলে প্রায় কম বেশি সব তারকাকেই আজমেঢ় শরিফ দরগায় যেতে দেখা যায়। তবে পাওলি একা গিয়েছেন, নাকি পরিবারের সঙ্গে গিয়েছেন, তা স্পষ্ট নয়।