শাহরুক-কন্যা সুহানা খানের (Suhana Khan) পাশে বসা অজ্ঞাত পরিচয়ের যুবককে ঘিরে নেট দুনিয়ায় শোরগোল
নিজস্ব প্রতিবেদন: একটা কালো গাড়ি। পিছনের আসনে বসে শাহরুখ খান (Shah Rukh Khan) এবং গৌরী খানের (Gauri Khan) মেয়ে সুহানা খান (Suhana Khan)। কিন্তু তাঁর পাশে এই যুবক কে? অজ্ঞাত পরিচয় যুবকের নাম কী?
বৃহস্পতিবার 'মন্নত'-এর (Mannat) বাইরে শাহরুখ-কন্যাকে এক অজ্ঞাত পরিচয় যুবকের সঙ্গে ক্যামেরাবন্দি করেন পাপরাৎজিরা ক্যামেরা দেখে মুখ ঢাকেন সুহানা খান (Suhana Khan)। তাঁর 'বন্ধু'টিও মুখ লুকোন।
সম্প্রতি নিউইয়র্ক থেকে লেখাপড়া শেষ করে দেশে ফিরেছেন শাহরুখ-গৌরীর মেয়ে।
গাড়িতে কালো রঙের চেক শার্ট পরে ছিলেন সুহানা খান (Suhana Khan)।
জোয়া আখতারের ছবিতে বলিউডে ডেবিউ করবেন সুহানা খান (Suhana Khan)। তাঁর বিপরীতে অভিনয় করবেন অমিতাভ বচ্চনের নাতি অগস্থ নন্দ (Agastya Nanda- Amitabh Bachchan's grandson)।
সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে মন্নত-এর (Mannat) ঝলক দিয়েছেন সুহানা খান (Suhana Khan)। যা তাঁর ভাই আব্রাম খানের (AbRam Khan) ক্লিক করা ছিল।