Shefali Jariwala Death: শেফালী ও পরাগের দেখা হয় ২০১০ সালে। ৪ বছর প্রেম করার পর ২০১৪ সালে বিয়ে করেন তাঁরা। তাঁরা জনপ্রিয় রিয়েলিটি শো ‘নাচ বালিয়ে’তেও একসঙ্গে অংশ নিয়েছিলেন। এই জুটির সঙ্গে সব উত্সবেই দেখা যায় তাঁদের পোষ্য সিম্বাকে। আসলে সিম্বাকে ছেলের মতোই ভালোবাসতেন শেফালী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেফালীর মৃত্যুর পরেই অসুস্থ হয়ে পড়েছে তাঁর প্রিয় পোষ্য সিম্বা। খাওয়া দাওয়া ছেড়ে শুধুই খুঁজে বেড়াচ্ছে 'মা'কে। এই খবরে ছয়লাপ সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করেছেন শেফালীর স্বামী পরাগ ত্যাগী। সেখানে দেখা যায়, সিম্বার সঙ্গে মুম্বইয়ে গরীব মানুষদের খাবার বিতরণ করছেন পরাগ।
ভিডিয়োতে দেখা যায়, পরাগ বয়স্ক মহিলাদের খাবারের প্যাকেট দিচ্ছেন এবং তাঁরা তাঁকে ও সিম্বাকে আশীর্বাদ করছেন।
ভিডিয়োটি শেয়ার করে পরাগ বলেন, সিম্বা সুস্থ আছে এবং সে শেফালীর জন্য সব রীতি মানছে।
পরাগ লেখেন, "সিম্বা পুরোপুরি সুস্থ আছে এবং সে তার মায়ের (শেফালীর) জন্য একজন ছেলের মতো সব রীতিনীতি পালন করছে।
পরাগ আরও লেখেন, "এই ভিডিয়োটি তাঁদের জন্য যারা সত্যিই আমাদের বেবি সিম্বার জন্য চিন্তিত ছিলেন। কিছু নিষ্ঠুর লোক শুধু কিছু লাইক আর ভিউ পাওয়ার জন্য মিথ্যা খবর ছড়াচ্ছেন।"
তিনি আরও লেখেন, "আমি ধন্যবাদ জানাতে চাই সবাইকে, যারা সত্যি সিম্বার জন্য উদ্বিগ্ন ছিলেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।"
পরাগের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। সকলেই তাঁকে সান্ত্বনা দিয়েছেন।
শেফালীর মৃত্যুর পরদিন পরাগকে সিম্বাকে নিয়ে হাঁটতে দেখা যায়। এর জন্য কটাক্ষও শুনতে হয় পরাগকে।