Prambrata-Piya-Anupam: ২০২১ সালের নভেম্বরেই বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন অনুপম রায় ও পিয়া চক্রবর্তী। সেই সময় তৃতীয় ব্যক্তি হিসাবে উঠে এসেছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম। সোমবার বিয়ে করলেন পরমব্রত ও পিয়া। কোথায় কীভাবে আলাপ হয়েছিল তাঁদের?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৭ নভেম্বর সোমবার আইনি বিয়ে করলেন পরমব্রত চট্টোপাধ্যায়(Parambrata Chatterjee) ও পিয়া চক্রবর্তী(Piya Chakraborty)। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল তাঁদের প্রেমের গুঞ্জন। এবার সেই প্রেমকেই মান্যতা দিলেন তাঁরা।
সোমবার পরমব্রত চট্টোপাধ্যায়ের যোধপুর পার্কের বাড়িতেই পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে আইনি বিয়ে সারেন তাঁরা।
এদিন দুজনেই সেজেছিলেন বাঙালি পোশাকে। পরমব্রত পরেছিলেন কমলা পাঞ্জাবী সঙ্গে পেস্তা রঙের জহর কোট। পিয়া পরেছিলেন লাল-সাদা কম্বিনেশনের তাঁতের শাড়ি, সঙ্গে জামদানি ডিজাইনের ব্লাউজ।
করোনা ও ইয়াস বিপর্যয়ের সময় সাধারণ মানুষকে সাহায্যের জন্য একটি উদ্যোগ নেন পিয়া চক্রবর্তী ও অনুপম রায়। সেখানেই পরবর্তীকালে যুক্ত হয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। সেখান থেকে পরমব্রতর সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় পিয়ার।
২০১৫ সালে অনুপমকে বিয়ে করেছিলেন পিয়া। ২০২১ সালে হঠাৎই বিচ্ছেদের কথা ঘোষণা করেন তাঁরা। তখনই শোনা গিয়েছিল পরমব্রতর কারণেই এই বিচ্ছেদ।
যদিও এই তৃতীয় ব্যক্তির ব্যাপারে কেউই মুখ খোলেননি অনুপম বা পিয়া। পুরনো সম্পর্ককে পিছনে ফেলে সোমবার নয়া জীবন শুরু করলেন গায়িকা ও সমাজকর্মী পিয়া।