২৫ সেপ্টেম্বর, সাত পাকে বাঁধা পড়লেন পরিণীতি-রাঘব। শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছিল বিয়ের নানা অনুষ্ঠান। বিয়ের ছবির জন্য় অধীর আগ্রহে ছিলেন অনুরাগীরা। অবশেষে প্রকাশ্য়ে এল তাঁদের ছবি।
বলিউডের জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মলহোত্রার পোশাকে সেজেছিলেন নায়িকা। আর গল্পের নায়ক অর্থাৎ আম আদমি পার্টির নেতার পোশাক ডিজাইন করেন পবন সচদেবা।
মণীশের ডিজ়াইন করা সোনার রঙের লেহঙ্গা, গলায় পান্নার ভারী গয়না, সঙ্গে রাঘবের নাম লেখা মাথার ওড়নায় সেজেছিলেন বলিউড অভিনেত্রী।
বরমালার সময় শোনা যায় একটি বিশেষ গান, ‘রাঘব কে হুই পরিণীতি’। সম্প্রতি ভাইরাল হয়েছে বিয়ের কার্ড সেখানেই দেখা লেখা ছিল পার্ল হোয়াইট ওয়েডিং। এছাড়াও বিয়ের সাজসজ্জার যে ছবি প্রকাশ্যে এসেছে তা থেকে স্পষ্ট যে এই বিয়ের থিম কালার সাদা।
আগের দিন কনে-বিদায়ের সময়ে শাহরুখ খানের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ গানটি চালানো হয়। লাল রঙের ভিন্টেজ গাড়িতে করে নবদম্পতি বিয়ের মণ্ডপ ছেড়ে যান।
বিয়ের ছবিগুলি শেয়ার করে পরিণীতি লিখলেন, ‘ব্রেকফাস্ট টেবিলে আমাদের প্রথম কথা থেকেই হৃদয় জানত। এই দিনটার জন্য কতদিনই না অপেক্ষা করলাম। মিস্টার ও মিসেস হতে পেরে ধন্য। একে-অপরকে ছেড়ে আর থাকতে পারছিলাম না। আমাদের একসঙ্গে পথ চলা শুরু হল…’।
কোনওভাবেই বিয়ের ছবি ফাঁস হতে দেননি তারকা দম্পতি। ঘোড়া নয়, নৌকা করে পরিণীতিকে বিয়ে করতে গেলেন রাঘব। অবশেষে নিজেরাই পোস্ট করলেন নতুন দম্পতি।