Genital Injuries as Mobile Explodes: ফের মোবাইল থেকে অপ্রীতিকর ঘটনা। পকেটেই ফাটল মোবাইল। মোবাইলে বিস্ফোরণের জেরে।
ফের ঘটল। এবার এক তরুণের সঙ্গে।
১৯ বছরের ছেলেটি বাইকে করে যাচ্ছিলেন। তখন তাঁর পকেটের ভিতরে ফাটল মোবাইল।
ছেলেটি তখন বাজার থেকে কিছু কাঁচা আনাজ কিনতে যাচ্ছিলেন। তাঁর প্যান্টের পকেটে ছিল ফোন।
স্থানীয় নাইনওয়াড়া গ্রামের কাছে টোল ট্যাক্সের কাছাকাছি পৌঁছতেই একটা বিস্ফোরণ! ছেলেটি বাইক থেকে উল্টে পড়ে।
তখনই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, তাঁর যৌনাঙ্গ প্রবল ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কীভাবে এটা ঘটল। ওই তরুণের ভাই বলছে, কিছুদিন আগেই তাঁরা এই সেকেন্ড হ্যান্ড মোবাইলটি কিনে এনেছিলেন।