PHOTOS

Petrol Diesel Price: মাসের প্রথমেই সুখবর, একলাফে কমছে পেট্রোল-ডিজেলের দাম

Petrol Diesel Price: গত ৩০ এপ্রিল জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১ টাকা কমানোর বিজ্ঞপ্তি দেওয়া হয়। তখন থেকে ডিজেল প্রতি লিটার ১০৪ টাকা, কেরোসিন ১০৪ টাকা

Advertisement
1/6
দাম কছে জ্বালানীর
দাম কছে জ্বালানীর

জুন মাস থেকে কমছে পেট্রোল, ডিজেলের দাম। দাম কমছে অকটেনের। শনিবার এমনটাই জানিয়েছে বাংলাদেশের জ্বালালি মন্ত্রনালয়।

2/6
ডিজেল
ডিজেল

জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ১ জুন থেকে ডিজেল প্রতি লিটারে সস্তা হচ্ছে ২ টাকা। ডিজেলর দাম ১০৪ টাকা থেকে কমে হচ্ছে ১০২ টাকা।

3/6
পেট্রোল
পেট্রোল

পেট্রলের মূল্য ১২১ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১১৮ টাকা হচ্ছে।

 

4/6
অকটেন
অকটেন

অকটেন ১২৫ টাকা হতে তিন টাকা কমিয়ে ১২২ টাকা

5/6
১ জুন থেকে কার্যকর
১ জুন থেকে কার্যকর

নির্ধারিত মূল্য ০১ জুন থেকে কার্যকর হবে বলেও জানানো হয়।

6/6
এপ্রিলেই কমে
এপ্রিলেই কমে

গত ৩০ এপ্রিল জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১ টাকা কমানোর বিজ্ঞপ্তি দেওয়া হয়। তখন থেকে ডিজেল প্রতি লিটার ১০৪ টাকা, কেরোসিন ১০৪ টাকা, অকটেন ১২৫ টাকা এবং পেট্রল ১২১ টাকায় বিক্রি হচ্ছিল।





Read More