PHOTOS

Petrol Pice Hike: লাফিয়ে বাড়ল শুল্ক, কতটা বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম?

Petrol Pice Hike: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমছে। কিন্তু তার মধ্যেই এভাবে শুল্ক বাড়িয়ে দেওয়ায় অবাক বিভিন্ন মহল

Advertisement
1/5
বাড়ল শুল্ক
বাড়ল শুল্ক

জ্বালানীর উপরে এক ধাক্কায় এক্সাইজ ডিউটি বাড়িয়ে দিল কেন্দ্র। এই শুল্ক বৃদ্ধির ফলে স্বাভাবিকভাবেই বাড়তে পারে পেট্রোল-ডিজলের দাম। লিটারে ২ টাকা শুল্ক বাড়াল কেন্দ্র।

2/5
আন্তর্জাতিক বাজারে তেলের দাম
আন্তর্জাতিক বাজারে তেলের দাম

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমছে। কিন্তু তার মধ্যেই এভাবে শুল্ক বাড়িয়ে দেওয়ায় অবাক বিভিন্ন মহল। মনে করা হচ্ছে আমেরিকা যেভাবে বিদেশি পণ্যের উপরে শুল্ক আরোপ করেছে তাদের বিশ্ববাণিজ্যে তীব্র প্রতিযোগিতা আশঙ্কা রয়েছে। তা সামাল দিতেই এই শুল্ক বৃদ্ধি বলে মনে করা হচ্ছে।

3/5
জ্বালানীর দাম বাড়ছে!
জ্বালানীর দাম বাড়ছে!

বিশ্ববাণিজ্যে শুল্ক আরোপের ফলে চাপ বাড়াছে ভারতের উপরে। এর ফলে সম্ভবত রফতানি কমবে বলেই মনে করা হচ্ছে। ফলে সরকার কিছুটা আয় তেল থেকে রোজকার করতে চাইছে। এদিকে, সরকারের এই সিদ্ধান্তের ফলে বাড়তে পারে জ্বালানীর দাম। তার পরোক্ষ প্রভাব পড়বে সধারণ মানুষের উপরে। জিনিসপত্রের দাম বাড়বে। পরিবহন খরচ বাড়বে অনেকটাই। এমনটাই আশঙ্কা তৈরি হয়েছে।

 

4/5
কবে থেকে শুল্ক বৃদ্ধি
কবে থেকে শুল্ক বৃদ্ধি

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী আগামিকাল অর্থাত্ ৮ এপ্রিল থেকে দিতে হবে বর্ধিত শুল্ক।

 

5/5
পেট্রোলিয়াম মন্ত্রক
পেট্রোলিয়াম মন্ত্রক

পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে বলা হয়েছে, শুল্ক বৃদ্ধি হলেও দেশের তেল কোম্পানিগুলি পেট্রোল ডিজেলের খুচরো দাম বাড়বে না। আশার কথা এখানেই।





Read More