PHOTOS

Phalaharini Kali Puja 2025: ফলহারিণী অমাবস্যায় জমজমাট তারাপীঠ, দেখে নিন কালীপুজোর পুণ্য তিথি-সময়...

Kali Puja: আজ সোমবার ফলহারিণী অমাবস্যা, তারাপীঠে নিশিপূজোয় মাতবে ভক্তকুল। তারাপীঠে সকাল থেকেই শুরু হয়েছে পুণ্যার্থীদের ঢল। আলোয় সেজে উঠেছে মন্দির চত্বর ও শ্মশান এলাকা।

Advertisement
1/6
ফলহারিণী অমাবস্যা
ফলহারিণী অমাবস্যা

প্রসেনজিত্‍ মালাকার: আজ সোমবার, জ্যৈষ্ঠ মাসের গুরুত্বপূর্ণ তিথি-ফলহারিণী অমাবস্যা। সতীপীঠ তারাপীঠে সকাল থেকেই শুরু হয়েছে পুণ্যার্থীদের ঢল। দেবী তারার আরাধনায় মেতে উঠেছে গোটা এলাকা। রাত বাড়তেই শুরু হবে বিশেষ নিশিপূজো ও যজ্ঞ। ইতিমধ্যেই আলোয় সেজে উঠেছে মন্দির চত্বর ও শ্মশান এলাকা।

2/6
বিশুদ্ধ পঞ্জিকা মতে
বিশুদ্ধ পঞ্জিকা মতে

বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী, অমাবস্যা তিথি শুরু হয়েছে আজ দুপুর ১২টা ১৩ মিনিটে, যা শেষ হবে মঙ্গলবার সকাল ৮টা ৩২ মিনিটে। এই সময়ের মধ্যেই চলবে বিশেষ পুজো-আচার।

3/6
পুজোর আয়োজন
পুজোর আয়োজন

ফলহারিণী অমাবস্যায় দেবীকে সাজানো হয় নানারকম ফল দিয়ে। ভক্তরা সাধারণত পাঁচটি বা নয়টি ফল উৎসর্গ করে পুজো দেন। দেবীর মুকুট থেকে গলার মালা-সবই তৈরি হয় ফল দিয়ে। আজ মাকে দু’বার ভোগ নিবেদন করা হবে। রাতের বিশেষ ভোগে থাকবে খিচুড়ি, তরকারি, পাঁঠার মাংস ও ফল।

4/6
বিশ্বাস ও জনসমাগম
বিশ্বাস ও জনসমাগম

ভক্তদের বিশ্বাস, এই তিথিতে দেবীকে ফল দিয়ে পুজো করলে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। প্রতিবছরের মতো এবারও ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে লক্ষাধিক ভক্তের আগমন আশা করা হচ্ছে।

5/6
নিরাপত্তা ও প্রস্তুতি
নিরাপত্তা ও প্রস্তুতি

মন্দির কমিটি ও প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়েছে। গর্ভগৃহ রাতভর খোলা থাকবে ভক্তদের জন্য। মন্দির কর্তৃপক্ষ জানায়, কৌশিকী অমাবস্যার পর ফলহারিণী অমাবস্যাতেই সবচেয়ে বেশি ভিড় হয় তারাপীঠে। হোটেল বুকিংও প্রায় পুরোটাই সম্পূর্ণ।

6/6
তারাপীঠ
তারাপীঠ

আজকের এই পবিত্র তিথিতে তারাপীঠ যেন পরিণত হয়েছে এক মহাতীর্থে। ভক্তকুলের বিশ্বাস-আজ রাতে দেবীর কৃপায় মিলবে পরম শান্তি ও পূর্ণতা।





Read More