PHOTOS

Tiger In Purulia: অবশেষে ট্র্যাপ ক্যামেরায় দেখা দিল বাঘ! পুরুলিয়ায় জারি লাল সতর্কতা...

Purulia: ট্র্যাপ ক্যামেরায় অবশেষে ধরা পড়ল বাঘের ছবি। কিন্তু এখনও অধরা রেডিওকলারহীন বাঘ। ১৯ দিন পার, বাঘকে খাঁচাবন্দি করতে হিমশিম খাচ্ছে বন বিভাগ।

Advertisement
1/5

মনোরঞ্জন মিশ্র: বন দফতরের পাতা ট্র্যাপ ক্যামেরায় অবশেষে ধরা পড়ল বাঘের ছবি। এবার বাঘ বন্দির অভিযানে আরও জোর দিয়েছে বন বিভাগ। 

 

2/5

বাঘের পায়ের ছাপ দেখে রুট ম্যাপ তৈরি করে বাঘের গতিবিধি জানার চেষ্টা চালাচ্ছে বন দফতর। প্রায় ১৪ টি টিমে ভাগ করে ৩০০ জন বনকর্মীর টিম মোতায়েন করা হয়েছে বান্দোয়ানের রাইকা, কেশরা, ভাড়ারি, যমুনাগড়া নেকড়ে সহ বিভিন্ন জঙ্গলে। 

 

3/5

ছাগল, শুকোর দিয়ে পাতা হয়েছে ফাঁদ। বসানো হয়েছে প্রায় ৪০ টিরও বেশি ট্রাপ ক্যামেরা। জঙ্গল লাগোয়া এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা। 

 

4/5

পরপর ১৯ দিন পার রেডিওকলারহীন বাঘকে খাঁচাবন্দি করতে হিমশিম খাচ্ছে বন বিভাগ। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বন দফতরের পক্ষ থেকে লোকালয় সংলগ্ন জঙ্গলগুলিকে জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। 

5/5

জঙ্গল মোতায়েন রয়েছে ট্রানকুলাইজর টিম । ড্রোন ক্যামেরার মাধ্যমে চালানো হচ্ছে নজরদারি। নতুন করে পরিকল্পনা করে বাঘকে ফাঁদে ফেলার চেষ্টা চালাচ্ছে বন বিভাগ।





Read More