Gangasagar Mela 2025: মকর সংক্রান্তির বিশেষ দিনই পুণ্যস্নানের মধ্যে দিয়ে সকল পুণ্যার্থীদের অপেক্ষার অবসান...
২০২৫-এ গঙ্গাসাগর মেলা শুরু হয়েছে ১০ জানুয়ারি থেকে চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনের আগে থেকেই গঙ্গাসাগর মেলায় ভিড় শুরু হয়ে যায় পুণ্যার্থীদের।
ইতিহাস বলে মকর সংক্রান্তির দিনই গঙ্গার স্পর্শে সগররাজার ৬০ হাজার পুত্র প্রাণ ফিরে পান। আর এইজন্যই মনে করা হয়, এই পুণ্যতিথিতে গঙ্গায় স্নান করলে অমরত্ব লাভ হয়।
গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল 'গঙ্গা সাগর'-এ পবিত্র স্নান করতে নানান জায়গা থেকে সকল পুণ্যার্থীরা গঙ্গাসাগরে এসেছেন।
শীতকে উপেক্ষা করেই, গঙ্গাসাগরে উপচে পড়ছে ভিড়। এখনও পর্যন্ত প্রায় ৫৫ লক্ষ ভক্তের সমাগম ঘটেছে। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে লক্ষ লক্ষ মানুষের গঙ্গায় পুণ্যের ডুব।
মকর সংক্রান্তির বিশেষ দিনে পুন্যার্থীদের জন্য কড়া ব্যবস্থা রাজ্য সরকারের, ১১৫০ টি সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে চারিদিক। মেগা কন্ট্রোল রুম থেকে চলছে নজরদারি।
যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য জাতীয় বিপর্যয় বাহিনী এবং নৌ-বাহিনীর কর্মীরা নজরদারি চালাচ্ছেন নদীপথে। পাশাপাশি মেলায় উপস্থিত আছে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব।