PHOTOS

Dhupguri: অবাক কাণ্ড, আকাশের প্লেন মাটিতে! 'ছুটছে' রাস্তা দিয়ে, হই চই ধূপগুড়িতে...

Plane running on road: বিরল দৃশ্য জলপাইগুড়ি ধূপগুড়ির রাস্তায়! সাতসকালে ভিড় জমে গেল রাস্তায়.... 

Advertisement
1/7
রাস্তায় 'ছুটছে' প্লেন!
রাস্তায় 'ছুটছে' প্লেন!

প্রদ্যুৎ দাস: যে প্লেন আকাশে ওড়ার কথা, সেই প্লেন ছুটছে রাস্তা দিয়ে! অবাক কাণ্ড জলপাইগুড়ির ধূপগুড়িতে। 

 

2/7
রাস্তায় 'ছুটছে' প্লেন!
রাস্তায় 'ছুটছে' প্লেন!

আর তাই নিয়েই হই চই। রাস্তায় প্লেন দেখে ভিড় করেছে প্রচুর মানুষ। কেউ কেউ আবার তার মধ্যেই নিজের মোবাইলে ছবি তুলে রাখছে। 

 

3/7
রাস্তায় 'ছুটছে' প্লেন!
রাস্তায় 'ছুটছে' প্লেন!

কেউ আবার ব্যস্ত সেলফিতে। কিন্তু ঘটনাটা কী? এভাবে গাড়িতে করে রাস্তা দিয়ে কেন প্লেন নিয়ে যাওয়া হচ্ছে? 

 

4/7
রাস্তায় 'ছুটছে' প্লেন!
রাস্তায় 'ছুটছে' প্লেন!

জানা গেল, প্লেনটিকে মুম্বই থেকে আসামে নিয়ে যাওয়া হচ্ছে। আসামের কোনও একজন ব্যক্তি প্লেনটি কিনেছেন। 

 

5/7
রাস্তায় 'ছুটছে' প্লেন!
রাস্তায় 'ছুটছে' প্লেন!

এই প্লেনের মধ্যে রেস্তরাঁ বানানো হবে।  সেই জন্যই প্লেনটি কিনেছেন তিনি। 

 

6/7
রাস্তায় 'ছুটছে' প্লেন!
রাস্তায় 'ছুটছে' প্লেন!

আর তাই প্লেনটিকে নিয়ে আসা হয়েছে সুদূর মুম্বই থেকে। গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আসামে।

 

7/7
রাস্তায় 'ছুটছে' প্লেন!
রাস্তায় 'ছুটছে' প্লেন!

এদিকে এমন 'বিরল' দৃশ্য দেখে অবাক ধূপগুড়ির মানুষ। ব্যস্ত এদৃশ্যকে লেন্সবন্দি করে রাখতে।





Read More