PHOTOS

রানির বাড়ির সামনে মূত্রত্যাগ থেকে মহিলার সঙ্গে অশ্লীলতা, অভিনেতার কুকর্মে বিস্ময়

Advertisement
1/10
pic10
pic10

একের পর এক সম্পর্ক, নারী সঙ্গ এবং তাতে ভাঙন, বলিউড অভিনেতা আরমান কোহলি বিভিন্ন সময়ে সংবাদের শিরোনামে এসেছেন। কখনও কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় তাঁকে চড়, আবার কখনও বান্ধবী নিরুকে ঘরের মধ্যে আটকে রেখে মারধরের অভিযোগ। আরমান কোহলির বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করলেন নাদিয়া নামে তাঁর আরও এক বান্ধবী। 

2/10
pic9
pic9

নাদিয়া নামে এক মহিলার কাছ থেকে ৫০ লক্ষ ধার নেন আরমান কোহলি কিন্তু সেই টাকা চাওয়ার পর থেকেই আরমান নাকি তাঁকে গালিগালাজ শুরু করেন। ফোন করে তাঁকে অশ্লীল কথাও বলতে শুরু করেন বলে অভিযোগ 

3/10
pic8
pic8

আরমান কোহলির বিরুদ্ধে নাদিয়া নামে ওই মহিলা শারীরিক নিগ্রহেরও অভিযোগ করেন 

4/10
pic7
pic7

আরমান এবং তাঁর বন্ধু দিলীপ রাজপুতের সঙ্গে একাধিকবার নাদিয়াকে বিদেশে যেতেও দেখা যায় বলে খবর 

5/10
pic6
pic6

নাদিয়াও এবার পুলিসের দ্বারস্থ হয়েছেন, আরমানের বিরুদ্ধে দায়ের করেছেন এফআইআর

6/10
pic5
pic5

সম্পর্ক ভেঙে যাওয়ায় রাগের চোটে রানি মুখোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়ে মূত্রত্যাগ করেন আরমান। গাড়ি চালক বার বার না করা সত্ত্বেও, মত্ত অবস্থায় বলিউডের এই অভিনেতা কারও কথাই শোনেননি বলে অভিযোগ। রানির জুহুর বাড়ির সামনে ওই কীর্তি করার পর  পরই আরমান কোহলির স্বরূপ প্রকাশ্যে চলে আসে আরও একবার 

7/10
pic4
pic4

বিগ বসের ঘরে গিয়েই কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়ান আরমান কোহলি।  

8/10
pic3
pic3

শোনা যায়, আরমান কোহলির সঙ্গে তানিশা সম্পর্কে জড়ান, কখনও চাননি কাজল। বাড়ির অমতেই আরমানের সঙ্গে সম্পর্কের পালা এগিয়ে নিয়ে যান মুখোপাধ্যায় বাড়ির মেয়ে।

9/10
pic2
pic2

বিগ বসের ঘরে গিয়েও চলে আরমান কোহলির অভদ্র ব্যবহারের পালা। এমনকী তানিশা মুখোপাধ্যায়কে আরমান চড়ও মারেন বলে অভিযোগ। এরপরই আরমানের সঙ্গে সম্পর্ক ছেদ করে বেরিয়ে যান তানিশা। 

10/10
pic1
pic1

নিরু রনধাওয়া নামে এক মহিলার উপর অত্যাচারের বিরুদ্ধে আরমান কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, গোয়ায় গিয়ে নিরুকে মেরে তাঁর নাক, কপাল ফাটিয়ে দেন আরমান। এরপরই পুলিসের দ্বারস্থ হন আরমান। নিরু যাতে অভিযোগ তুলে নেন, তার জন্যও নাকি চেষ্টা শুরু করেন বলিউডের এই অভিনেতা। কিন্তু, শেষ পর্যন্ত চিড়ে ভেজেনি। আরমানের বিরুদ্ধে অভিযোগে অনড় নিরু 





Read More