R G Kar Doctor Death: আরজি করের বিচার প্রক্রিয়ার আজ পঞ্চম দিন। আজ সাক্ষ্যগ্রহণ হবে। তবে সঞ্জয়ের এই নিয়ে তিন দিন। এর আগে সে দুদিন এসেছে।
তবে সঞ্জয়ের এই নিয়ে তিন দিন। আজ তৃতীয় দিন কড়া নিরাপত্তায় সঞ্জয়কে কোর্টে নিয়ে আসা হল।
এর আগের দু'দিনই প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক সব দাবি করেছে সঞ্জয়। যা নিয়ে প্রচুর জল ঘোলা হয়েছে।
অভিযোগ, বিনীত গোয়েল-সহ বিভিন্ন পুলিসকর্তার নাম উচ্চারণ করে সঞ্জয় বিচারপ্রক্রিয়াকে বিভ্রান্ত করতে চেষ্টা করছে। সঞ্জয়ের বিরুদ্ধে আরও অভিযোগ, সে এসব করে জনমনে একটি অন্য পারসেপশন তৈরি করার চেষ্টা করছে।
তাই আজ, সোমবার তৃতীয় দিন কড়া নিরাপত্তায় সঞ্জয়কে কোর্টে নিয়ে আসা হল।
তার গাড়িও বদলানো হয়েছে। আগের চেয়ে ছোট গাড়িতে সঞ্জয়কে আনা হয়েছে। শুধু তাই নয়, আদালত-চত্বরে ঢোকার পরে আজ যখন সঞ্জয়কে গাড়ি থেকে নামিয়ে কোর্টে ঢোকানো হচ্ছিল তখনই এক আশ্চর্য কাজ করল পুলিস।
আদালত চত্বরে সঞ্জয়ের গাড়ি ঢোকার পরেই পুলিসকর্মীরা জোরে জোরে গাড়ির হর্ন বাজান এবং পাশাপাশি জোরে জোরে গাড়ি চাপড়ানোও হয়। এর আগে কুণাল ঘোষের সময়ে এরকম করেছিল পুলিস। এরকম করা হলে, অভিযুক্ত কিছু বললেও তা চাপা পড়ে যায়। শোনা যায় না। ফলে, বিতর্কও তৈরি হয় না।