PHOTOS

Kolkata Doctor Rape And Murder Case: সঞ্জয়ের কণ্ঠরোধে অভিনব পন্থা পুলিসের! ফের বিতর্কিত কী বলছিল সে?

R G Kar Doctor Death: আরজি করের বিচার প্রক্রিয়ার আজ পঞ্চম দিন। আজ সাক্ষ্যগ্রহণ হবে। তবে সঞ্জয়ের এই নিয়ে তিন দিন। এর আগে সে দুদিন এসেছে।

Advertisement
1/6
তিন দিন
তিন দিন

তবে সঞ্জয়ের এই নিয়ে তিন দিন। আজ তৃতীয় দিন কড়া নিরাপত্তায় সঞ্জয়কে কোর্টে নিয়ে আসা হল।

2/6
বিস্ফোরক দাবি
বিস্ফোরক দাবি

এর আগের দু'দিনই প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক সব দাবি করেছে সঞ্জয়। যা নিয়ে প্রচুর জল ঘোলা হয়েছে।

3/6
বিচারে বিভ্রান্তি
বিচারে বিভ্রান্তি

অভিযোগ, বিনীত গোয়েল-সহ বিভিন্ন পুলিসকর্তার নাম উচ্চারণ করে সঞ্জয় বিচারপ্রক্রিয়াকে বিভ্রান্ত করতে চেষ্টা করছে। সঞ্জয়ের বিরুদ্ধে আরও অভিযোগ, সে এসব করে জনমনে একটি অন্য পারসেপশন তৈরি করার চেষ্টা করছে। 

4/6
আদালতে সঞ্জয়
আদালতে সঞ্জয়

তাই আজ, সোমবার তৃতীয় দিন কড়া নিরাপত্তায় সঞ্জয়কে কোর্টে নিয়ে আসা হল।

5/6
কোর্টে ঢোকার সময়ে
কোর্টে ঢোকার সময়ে

তার গাড়িও বদলানো হয়েছে। আগের চেয়ে ছোট গাড়িতে সঞ্জয়কে আনা হয়েছে। শুধু তাই নয়, আদালত-চত্বরে ঢোকার পরে আজ যখন সঞ্জয়কে গাড়ি থেকে নামিয়ে কোর্টে ঢোকানো হচ্ছিল তখনই এক আশ্চর্য কাজ করল পুলিস।

6/6
হর্ন বাজানো ও গাড়ি চাপড়ানো
হর্ন বাজানো ও গাড়ি চাপড়ানো

আদালত চত্বরে সঞ্জয়ের গাড়ি ঢোকার পরেই পুলিসকর্মীরা জোরে জোরে গাড়ির হর্ন বাজান এবং পাশাপাশি জোরে জোরে গাড়ি চাপড়ানোও হয়। এর আগে কুণাল ঘোষের সময়ে এরকম করেছিল পুলিস। এরকম করা হলে, অভিযুক্ত কিছু বললেও তা চাপা পড়ে যায়। শোনা যায় না। ফলে, বিতর্কও তৈরি হয় না। 





Read More