অস্ত্রহাতে মিছিলে নিষেধাজ্ঞা থাকলেও সিউড়িতে অস্ত্রহাতে রাম নবমীর মিছিলে সামিল কিশোর ও কচিকাঁচারা। -তথ্য ও ছবি-প্রসেনজিত্ মালাকার
রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিলে সামিল হতে দেখা গিয়েছে বিজেপি নেতাদেরও। -তথ্য ও ছবি-প্রসেনজিত্ মালাকার
সিউড়ি বৈঠা এলাকাতে অস্ত্রহাতে মিছিল করে হিন্দু জাগরণ মঞ্চ। কারও হাতে তরোয়াল, কারও হাতে হাতুড়ি। মিছিলে ছিলেন বিজেপির নেতাারও। -তথ্য ও ছবি-প্রসেনজিত্ মালাকার
প্রশাসন-পুলিসের নিষেধাজ্ঞা থাকার পরেও কীভাবে এরকম অস্ত্রহাতে মিছিল হল তার কোনও উত্তর মিলছে না। -তথ্য ও ছবি-প্রসেনজিত্ মালাকার
এদিকে, জি ২৪ ঘন্টা-য় সিউড়ি বৈঠা এলাকায় রামনবমীর অস্ত্র মিছিলের ছবি প্রচারিত হয়। সেই ছবি প্রচারিত হওয়ার পরই এবার অস্ত্রগুলিকে বাজেয়াপ্ত করে সিউড়ি থানা। আর এই অস্ত্র বাজেয়াপ্ত করাকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনাও ছড়াচ্ছে এলাকায়।-তথ্য ও ছবি-প্রসেনজিত্ মালাকার