Smog in Delhi: পরপর তিন দিন কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার ফলে কড়া সিদ্ধান্ত নিল সরকার। জানা গিয়েছে, দিল্লির এই গুরুতর অবস্থায় সমস্ত প্রাথমিক স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধোঁয়াশার চাদরে ঢেকেছে দিল্লি। দূষণের জেরে নাজেহাল রাজধানী। শীত পড়ার আগেই রাজধানীর একিউআই অর্থাৎ এয়ার কোয়ালিটি ইনডেক্স ছুঁয়েছে ৪৯৮।
দিল্লি হল বিশ্বের দ্বিতীয় দূষিত শহর, প্রথম পাকিস্তানের লাহোর একিউআই ৭৭০।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সমীর অ্যাপ অনুসারে আজ সকালে দিল্লির শীর্ষ পাঁচটি দূষিত এলাকা হল জাহাঙ্গীরপুরি (AQI ৪৫৮), বাওয়ানা (৪৫৫), ওয়াজিরপুর (৪৫৫), রোহিনী (৪৫২), এবং পঞ্জাবি বাগ (৪৪৩)৷
পরপর তিন দিন কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার ফলে কড়া সিদ্ধান্ত নিল সরকার। জানা গিয়েছে, দিল্লির এই গুরুতর অবস্থায় সমস্ত প্রাথমিক স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী অতিশি এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই ঘোষণা করেছেন। তিনি বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাথমিক স্কুলের শিশুদের জন্য অনলাইন ক্লাস নেওয়ার ঘোষণা করেছেন।
দিল্লির পরিস্থিতি এতটাই মারাত্মক যে, গোটা শহর কালো ধোঁয়াশায় ঢেকে গিয়েছে। দূষণের জেরে ব্যাহত হচ্ছে উড়ান পরিষেবাও। বাতাসের গুণমান সূচকও কমছে হু হু করে।