PHOTOS

Mamta Kulkarni: সন্ন্যাস নিয়েই অঝোরে কান্না, 'অনেকে ভেবেছিলেন আমি বলিউডে ফিরব', বললেন মমতা...

Mamata Kulkarni in MahaKumbh 2025: প্রয়াগরাজে সন্ন্যাস নিয়েই কান্নায় ভেঙে পড়লেন নব্বইয়ের সেনসেশনাল নায়িকা মমতা কুলকার্নি। অভিনেত্রী বলেন, 'আমার অনেক ফ্যান হতাশ, কারণ তাঁরা আশা করেছিলেন যে আমি আবার বলিউডে ফিরব'।

Advertisement
1/8
সন্ন্যাসিনী মমতা
সন্ন্যাসিনী মমতা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার মহাকুম্ভে হইচই। সন্ন্যাসিনী হলেন নব্বইয়ের সেনসেশনাল নায়িকা মমতা কুলকার্নি। 

2/8
সন্ন্যাসিনী মমতা
সন্ন্যাসিনী মমতা

উত্তরপ্রদেশের প্রয়াগরাজ বা এলাহাবাদে গিয়ে মহাকুম্ভে যোগ দেওয়ার মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন শাহরুখ-সলমানের এই নায়িকা।

3/8
সন্ন্যাসিনী মমতা
সন্ন্যাসিনী মমতা

মহাকুম্ভের কিন্নর আখড়াতে ‘মহামণ্ডলেশ্বর’ রীতির মাধ্যমে সন্ন্যাস গ্রহণ করেছেন মমতা। এদিন নিজের পিণ্ডদানও করেন তিনি। 

4/8
সন্ন্যাসিনী মমতা
সন্ন্যাসিনী মমতা

এই রীতির মাধ্যমে নতুন নামও গ্রহণ করেছেন। আজ থেকে তার নতুন নাম— শ্রীময়ী মমতা নন্দ গিরি। 

5/8
সন্ন্যাসিনী মমতা
সন্ন্যাসিনী মমতা

কিন্নর আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর অর্থাৎ লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী ও জুনা আখড়ার আচার্য স্বামী জয় আম্বানন্দ গিরির সঙ্গেও দেখা করেন মমতা।   

6/8
সন্ন্যাসিনী মমতা
সন্ন্যাসিনী মমতা

সন্ন্যাস নেওয়ার রীতির মাঝে অঝরো কাঁদেন মমতা কুলকার্নি। 

7/8
সন্ন্যাসিনী মমতা
সন্ন্যাসিনী মমতা

সন্ন্যাস নেওয়ার পর মমতা কুলকার্ণি বলেন, ‘অনেকেই হতাশ, আমার অনেক ফ্যান হতাশ, কারণ তাঁরা আশা করেছিলেন যে আমি আবার বলিউডে ফিরব। মহাকাল, মহাকালীর ইচ্ছার বাইরে কিছু হতে পারে না। মহাদেব, মহাকালীর আদেশ ছিল। এই দিনটা তিনি বেছে দিয়েছেন, আমি কিছু করিনি।’

8/8
সন্ন্যাসিনী মমতা
সন্ন্যাসিনী মমতা

তিনি আরও বলেন, ‘২০০০ সাল থেকে আমার তপস্যা। আজ আমার ২৩ বছর হয়ে গেল। ধ্যান, তপঃ, আর মহামণ্ডেলেশ্বরের যে উপাধি পেয়েছি। বহু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এরপর আমি মহামণ্ডেলেশ্বরের উপাধি পেয়েছি।’





Read More