Popular Bengali singer died: তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ পরিবার, বন্ধুবান্ধব, ছাত্রছাত্রী থেকে তাঁর গুণমুগ্ধরা।
শুভাশিষ মণ্ডল: বাইক দুর্ঘটনায় মৃত্যু আকাশবাণী ও টিভির জনপ্রিয় সংগীত শিল্পীর৷ বাইক দুর্ঘটনায় মৃত্যু আকাশবাণী বিবিধভারতী কলকাতার ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট সংগীত শিল্পী মৌমিতা দেবনাথের।
উলুবেড়িয়ার রাজাপুর থানার খলিসানি বেলতলায় ১৬ নম্বর জাতীয় সড়কের উপর কোলাঘাটমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
মৌমিতা দেবনাথ নামে ওই শিল্পী যখন বাইকের পিছনে বসে নিমদিঘিতে গানের স্কুলে ক্লাস নিতে যাচ্ছিলেন, সেই সময় বাগনান শ্যামবাজার রুটের একটি বাস পিছন থেকে বাইকটিকে ধাক্কা মারে।
বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ছিটকে পড়েন মৌমিতা। গুরুতর চোট লাগে তাঁর। এরপর তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এক অভিশপ্ত সন্ধ্যার দুর্ঘটনায় মাত্র ৩৫-এই নিভে গেল মৌমিতার সুরেলা সফর। তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ পরিবার, বন্ধুবান্ধব, ছাত্রছাত্রী থেকে তাঁর গুণমুগ্ধরা।
উলুবেড়িয়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাউড়িয়া সিপাই পাড়ায় মৌমিতা দেবনাথের বাড়ি। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মৃতার পরিবারের লোকজন।
আকাশবাণী রেডিও ও টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় সংগীত শিল্পী ছিলেন মৌমিতা। এছাড়াও বিভিন্ন শহরে নিয়মিত তিনি অনুষ্ঠান করতেন। অংশ নিয়েছে দিদি নাম্বার ওয়ানে-ও।