PHOTOS

লকডাউনে ফ্রি-তে প্রিমিয়াম পর্ন দেখার সুযোগ করে দিল Pornhub

Advertisement
1/5

নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের আতঙ্কে ত্রাহি ত্রাহি গোটা বিশ্ব। ভারতে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  ঘরে কীভাবে সময় কাটাবেন? পর্নপ্রেমীদের জন্য সুখবর দিল Pornhub। সারা বিশ্বে প্রিমিয়াম পর্ন পরিষেবা বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করল নীল ছবির জনপ্রিয় সাইটটি। 

2/5

মানুষকে ঘরে থাকতে উত্সাহিত করতে সাময়িকভাবে নাম বদলেছে পর্ন হাব। নতুন নাম, 'Stayhomehub'।

3/5

এর আগে স্পেন ও ইতালিতেই বিনামূল্যে প্রিমিয়াম পরিষেবা দিয়েছিল সাইটটি। Pornhub-এর কোরে প্রাইস জানান, করোনাভাইরাস অতিমারীর জেরে গোটা বিশ্বে এক বিলিয়ন মানুষ গৃহবন্দি। সে কারণে তাঁদের ঘরে থাকতে উত্সাহিত করতে এই সিদ্ধান্ত।

4/5

সাধারণভাবে প্রিমিয়াম পরিষেবা নিতে মাসে খরচ পড়ে ৯.৯৯ বা ৭.৯৯ ডলার। বিনামূল্যে এমন পরিষেবা পেয়ে মঙ্গলবার থেকে পর্নহাবে ভিড় জমাতে শুরু করে দিয়েছেন নীল ছবি প্রেমীরা।

5/5

প্রিমিয়াম পরিষেবায় হাইস্পিড ডাউনলোড, বিজ্ঞাপনের বিরক্তি ও উচ্চ গুণগতমানের ভিডিয়ো পাওয়া যায়।      





Read More