PHOTOS

Vishnu's Avatar Appeared: অলৌকিক! অবিশ্বাস্য! 'মাটি ফুঁড়ে' পৃথিবীতে আবির্ভূত হলেন বিষ্ণুর অবতার, সামান্য আলুর মধ্যেই...

Kalki Appeared on Ekadashi: রামের পায়ের তলায় রাখা সেই পবিত্র আলু। মনে করা হচ্ছে, তিনিই বিষ্ণুর অবতার! কল্কি আবির্ভাবের ইঙ্গিত, নাকি কল্কি অবির্ভূতই?

Advertisement
1/6
একই অঙ্গে চার অবতার!
একই অঙ্গে চার অবতার!

একাদশীর দিনে জমি থেকে মিলেছে একটি আলু। যা রান্নার কাজে ব্যবহার করার আগেই নজরে পড়ে যায়। এবং তিনি স্তম্ভিত হয়ে লক্ষ্য করেন বিষ্ণুর চার অবতারেরই অঙ্গললক্ষণ এক শরীরে!

2/6
বরেলিতে বিষ্ণু
বরেলিতে বিষ্ণু

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বরেলির কাইমা গ্রামে! আমলক একাদশীর দিনে। এখন এটি নিকটস্থ সম্বলের এক তুলসী মানসমন্দিরে শোভা পাচ্ছে। মানুষ এখানে আসছেন, নবলব্ধ এই দেবতাকে দেখতে, পুজো দিতে। 

3/6
আধ্যাত্মিক দ্রষ্টব্য
আধ্যাত্মিক দ্রষ্টব্য

বলা হচ্ছে, আলুটি, যেটি মুহূর্তে কৃষিবস্তু থেকে আধ্যাত্মিক দ্রষ্টব্যে পরিণত-- এক অদ্ভুত আকৃতিসম্পন্ন, চার বিষ্ণুঅবতারের রূপবৈশিষ্ট্যসম্পন্ন-- কূর্মাবতার, শেষনাগ, মৎস্যাবতার এবং বরাহ অবতার! 

4/6
রামের পায়ের তলায়
রামের পায়ের তলায়

রান্নাঘরে ছুরির নাগাল থেকে বেরিয়ে সেই অবতার এখন স্থানীয় এক রামমন্দিরে রামের পায়ের কাছে। রেখেছেন সেই মন্দিরেরই পুরোহিত শঙ্কর লাল। 

5/6
কল্কি অবতার
কল্কি অবতার

আগে থেকেই বলা ছিল, এই সম্বলেরই আশপাশে কোথায় আবির্ভূত হবেন কল্কি অবতার। আর এই হোলির আগে একাদশী তিথিতে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়ে সকলেই বিস্মিত।

6/6
পবিত্র শক্তি ঘনীভূত
পবিত্র শক্তি ঘনীভূত

কল্কি নির্মাণ ট্রাস্টের চেয়ারপার্সন আচার্য প্রমোদ কৃষ্ণম এই বিষয়টিতে অন্য কিছু ভাবছেনই না। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, সম্বল তো সেই জায়গা, যেখানে কল্কি আর কিছুদিন পরেই আবির্ভূত হবেন। এমন যখন ঘটে, তখন পবিত্র শক্তি ঘনীভূত হয়। আর হোলির ঠিক আগে যখন এটা ঘটল, তখন সেটা কল্কি আসার ইঙ্গিত বলে মানতে অসুবিধা কোথায়?  





Read More