PHOTOS

PPF Account: ব্যাংক না পোস্ট অফিস, কোথায় PPF-এ লাভ বেশি? মাসে ৪৫০০-১১৫০০ জমালে ১৫ বছরে মোট কত টাকা হাতে পাবেন আপনি... জানুন পুরো হিসেব...

PPF Calculation: পোস্ট অফিস না ব্যাংক, কোথায় PPF অ্যাকাউন্ট আপনার জন্য বেশি লাভদায়ক হবে? 

 

Advertisement
1/9
পিপিএফ অ্যাকাউন্ট
পিপিএফ অ্যাকাউন্ট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: PPF অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড একটি সরকারি সেভিংস স্কিম। যেখানে বার্ষিক ৭.১ শতাংশ হারে সুদ পাওয়া যায়।

2/9
পিপিএফ অ্যাকাউন্ট
পিপিএফ অ্যাকাউন্ট

আপনি যদি ১৫ বছরের জন্য মাসে ৪৫০০ টাকা করে PPF অ্যাকাউন্টে রাখেন, তবে বছরে আপনি বিনিয়োগ করছেন মোট ৫৪,০০০ টাকা। ১৫ বছরে সেটা ৮ লাখ ১০ হাজার।  

3/9
পিপিএফ অ্যাকাউন্ট
পিপিএফ অ্যাকাউন্ট

বার্ষিক ৭.১ শতাংশ হারে সুদ ১৫ বছর পর আপনি সেক্ষেত্রে মোট সুদ পাবেন ৬, ৫৪,৫৫৫ টাকা। আসল ও সুদ সহ 'ম্যাচিওরিটি' হিসেবে মোট হাতে পাবেন ১৪ লাখ ৫৪ হাজার ৫৫৫ টাকা।

4/9
পিপিএফ অ্যাকাউন্ট
পিপিএফ অ্যাকাউন্ট

এখন আপনি যদি ১৫ বছরের জন্য মাসে ৮৫০০ টাকা করে PPF অ্যাকাউন্টে রাখেন, তবে বছরে আপনি বিনিয়োগ করছেন মোট ১,০২,০০০ টাকা। ১৫ বছরে সেটা ১৫ লাখ ৩০ হাজার।  

5/9
পিপিএফ অ্যাকাউন্ট
পিপিএফ অ্যাকাউন্ট

বার্ষিক ৭.১ শতাংশ হারে সুদ ১৫ বছর পর আপনি সেক্ষেত্রে মোট সুদ পাবেন ১২, ৩৬,৩৮২ টাকা। আসল ও সুদ সহ সেক্ষেত্রে 'অন ম্যাচিওরিটি' হাতে পাবেন মোট ২৭ লাখ ৬৬ হাজার ৩৮২ টাকা।

6/9
পিপিএফ অ্যাকাউন্ট
পিপিএফ অ্যাকাউন্ট

এখন আপনি যদি ১৫ বছরের জন্য মাসে ১১,৫০০ টাকা করে PPF অ্যাকাউন্টে রাখেন, তবে বছরে আপনি বিনিয়োগ করছেন মোট ১,৩৮,০০০ টাকা। ১৫ বছরে সেটা ২০ লাখ ৭০ হাজার।  

7/9
পিপিএফ অ্যাকাউন্ট
পিপিএফ অ্যাকাউন্ট

বার্ষিক ৭.১ শতাংশ হারে সুদ ১৫ বছর পর আপনি সেক্ষেত্রে মোট সুদ পাবেন ১৬, ৭২,৭৫২ টাকা। আসল ও সুদ সহ সেক্ষেত্রে 'অন ম্যাচিওরিটি' হাতে পাবেন মোট ৩৭ লাখ ৪২ হাজার ৭৫২ টাকা।

8/9
পিপিএফ অ্যাকাউন্ট
পিপিএফ অ্যাকাউন্ট

এখন পিপিএফ অ্যাকাউন্ট ব্যাংকেও করা যায়। পোস্ট অফিসেও করা যায়। জানেন কি, আপনার জন্য পোস্ট অফিস না ব্যাংক, কোথায় PPF অ্যাকাউন্ট বেশি লাভদায়ক হবে? 

9/9
পিপিএফ অ্যাকাউন্ট
পিপিএফ অ্যাকাউন্ট

নিয়ম বলছে, আপনি ব্যাংক বা পোস্ট অফিস, যেখানেই PPF অ্যাকাউন্ট করুন, দুক্ষেত্রেই সুদের হার থেকে সমস্ত নিয়ম ও সুযোগ-সুবিধা এক। তাই আপনি ব্যাংক বা পোস্ট অফিস, যেখানেই PPF অ্যাকাউন্ট করুন, দুক্ষেত্রেই সমপরিমাণ টাকা পাবেন।





Read More