PHOTOS

Prabhas: ভারতের সবচেয়ে দামি অভিনেতা! জানেন সিনেমা পিছু প্রভাসের পারিশ্রমিক কত?

Advertisement
1/6
জনপ্রিয়তার নিরিখে
জনপ্রিয়তার নিরিখে

নিজস্ব প্রতিবেদন: বলিউডে সুপারস্টারদের পিছনে ফেলে দিলেন দক্ষিণী তারকা প্রভাস। তামিল নাড়ু, কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশকে ছাপিয়ে তাঁর জনপ্রিয়তা এখন আসমুদ্রহিমাচল। 

2/6
আগামী ছবিগুচ্ছ
আগামী ছবিগুচ্ছ

একের পর এক ছবিতে সাইন করছেন তিনি। রাধে শ্যাম, সালার, আদিপুরুষ, প্রজেক্ট কে, স্পিরিট ছবির তালিকা ক্রমবর্ধমান। 

3/6
বলিউডের ছবিতে
বলিউডের ছবিতে

আগামী ছটি ছবির মধ্যে রাধে শ্যাম, আদিপুরুষ ও স্পিরিট প্রযোজনা করছেন ভূষণ কুমার। তিনিই ফাঁস করলেন প্রভাসের পারিশ্রমিকের তথ্য। 

4/6
আকাশছোঁয়া পারিশ্রমিক
আকাশছোঁয়া পারিশ্রমিক

সন্দীর রেড্ডি ভাঙ্গা স্পিরিট ও আদিপুরুষ ছবিতে প্রভাসের পারিশ্রমিক ১৫০ কোটি টাকা। 

5/6
সবচেয়ে দামি
সবচেয়ে দামি

গত দশ বছরে ভারতীয় সিনেমার ইতিহাসে দুজন সুপারস্টার সিনেমা পিছু পারিশ্রমিক পেয়েছেন ১০০ কোটি টাকা। সেই দুজন হলেন সলমন খান ও অক্ষয় কুমার। এবার সেই তালিকায় নতুন নাম প্রভাস। 

6/6
সেরার সেরা
সেরার সেরা

তবে সলমন ও অক্ষয়কেও ছাপিয়ে গেলেন প্রভাস। প্রতি ছবিতে এখন তাঁর পারিশ্রমিক ১৫০ কোটি টাকা। এক কথায় এই মুহূর্তে ভারতের সবচেয়ে দামি অভিনেতা প্রভাস। 





Read More