PHOTOS

Hridpindo: 'হৃদপিণ্ড'-র প্রিমিয়ারে চাঁদের হাট, ছবি নিয়ে কী বলছেন তারকারা?

Advertisement
1/7
'হৃদপিণ্ড'র প্রিমিয়ার
'হৃদপিণ্ড'র প্রিমিয়ার

নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ দু-বছর আটকে ছিল হৃদপিণ্ড ছবির মুক্তি। করোনা অতিমারির কারণেই এই বিপত্তি। সব বাধা কাটিয়ে অবশেষে মুক্তি পেল শিলাদিত্য় মৌলিকের ছবি 'হৃদপিণ্ড'। 

 

2/7
'হৃদপিণ্ড'র প্রিমিয়ার
'হৃদপিণ্ড'র প্রিমিয়ার

ছবির গল্পের কেন্দ্রবিন্দু আর্যা, সেই চরিত্রে অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়। প্রিমিয়ারে উপস্থিত হয়ে অভিনেত্রী জানালেন যে ছবিটি দর্শকের কেমন লাগবে তা নিয়ে টেনশনে আছেন তিনি। 

 

3/7
'হৃদপিণ্ড'র প্রিমিয়ার
'হৃদপিণ্ড'র প্রিমিয়ার

ছবিটি মূলত একটি লাভ স্টোরি অর্পিতা চট্টোপাধ্যায়ের স্বামীর চরিত্রে দেখা গেল সাহেব চট্টোপাধ্যায়কে। তিনি বলেন, 'আমি প্রভাবিত করব না, আপনারা ছবিটা দেখতে আসুন।'

 

4/7
'হৃদপিণ্ড'র প্রিমিয়ার
'হৃদপিণ্ড'র প্রিমিয়ার

অন্যদিকে ছবির আরেক মুখ্য চরিত্রে যিনি রয়েছেন তিনি হলেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। প্রিমিয়ারে মজা করে বলেন যে, ভুল হয়ে গেছে, কারোর ভালো লাগেনি, Dull প্রতিক্রিয়া সকলের, কাঁদতে কাঁদতে বের হচ্ছে সবাই। 

 

5/7
'হৃদপিণ্ড'র প্রিমিয়ার
'হৃদপিণ্ড'র প্রিমিয়ার

ছবিতে একটি বিশেষ চরিত্রে রয়েছেন অনুভব কাঞ্জিলাল। 

 

6/7
'হৃদপিণ্ড'র প্রিমিয়ার
'হৃদপিণ্ড'র প্রিমিয়ার

ছবির সংগীত পরিচালনা করেছেন রণজয় ভট্টাচার্য। ছবির গান মনকেমনের জন্মদিন ইতিমধ্যেই সুপারহিট। গানটি গেয়েছেন মেখলা দাশগুপ্ত। 

 

7/7
'হৃদপিণ্ড'র প্রিমিয়ার
'হৃদপিণ্ড'র প্রিমিয়ার

সবমিলিয়ে ছবি নিয়ে আশাবাদী পরিচালক শিলাদিত্য মৌলিক। সবাইকে হলে এসে ছবি দেখার অনুরোধ জানান পরিচালক। 





Read More