Premanand Maharaj on Kaliyuga: বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ এক সর্বজনপরিচিত নাম। সম্প্রতি তিনি কলিযুগ নিয়ে যা বললেন, তাতে চমকে উঠছে সকলে!
কলিযুগ কেমন হবে মহারাজ? প্রেমানন্দ মহারাজ বললেন, কলিযুগে যাঁর কাছে ধনসম্পত্তি থাকবে, তাঁকেই মহান বলে গণ্য করা হবে।
প্রেমানন্দ মহারাজ বলেন, ভগবান বলেইছিলেন, কলিযুগে যাঁর কাছে ধনসম্পত্তি থাকবে, তাঁকেই মহান বলে গণ্য করা হবে। মানুষ তাঁকেই বড় মানুষ বলে মনে করবেন। আর সত্যিই তো এটাই ঘটে চলেছে।
প্রেমানন্দ মহারাজ বলেন, দেখুন, আগেকার দিনে বিয়ের জন্য ছেলেমেয়ের রাশিফল দেখা হত। কলিযুগে এই সব খাটে না। ছেলেমেয়ে একে অপরকে পছন্দ করবেন, এটাই শেষ কথা। তিনি ব্যাখ্যা করে বলেন, এতে বিষয়টি আরও খারাপ হচ্ছে।
মহারাজ আরও বলেন, তাই আমি বলি, এখন একজন যত মিথ্যা বলবেন বা যত অসৎ আচরণ করবেন, বা যত নোংরা ব্যবহার করবেন, তিনি তত পারদর্শী বলে বিবেচিত হবেন। যিনি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করতে পারেন, তাঁকেই কলিযুগে পারদর্শী বলে মনে করা হবে!
মহারাজ যোগ করেন, যিনি যত বেশি প্রতারণা করবেন, যত ধূর্ত হবেন, যুগধর্মের প্রভাব অনুসারে তাঁকে তত বেশি দক্ষ মনে করা হবে। একজন পুরুষ ও একজন নারীর শ্রেষ্ঠত্ব তাঁর শয়তানি দ্বারা নির্ধারিত হবে।
প্রেমানন্দ মহারাজ বলেন, আসলে যাঁর প্রকৃতি যত খারাপ হবে, কিংবা যিনি যত নীচ হবেন, কলিযুগে তিনি তত বড় হবেন।