Prime Minister’s Second Visit to Ram Mandir: ভোটের দামামা বেজে গিয়েছে। দিকে দিকে নেতানেত্রীরা ছুটছেন ভোট-ক্যাম্পেইনে। কিন্তু সেই আবহেও রামলালার প্রসঙ্গ বারবার উঠছে ভারতীয় রাজনীতির অঙ্গনে।
গত ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই উদ্বোধন হয়েছে অযোধ্যার রামমন্দির। হয়েছে রামলালার প্রাণপ্রতিষ্ঠাও।
রামলালার প্রাণপ্রতিষ্ঠার পরে আবার রামমন্দিরে প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, রামমন্দিরে গিয়ে রামপুজো সেরে ১৪০ কোটি দেশবাসীর জন্য মঙ্গলকামনা করেছেন তিনি।
রবিবাসরীয় সন্ধেয় রামমন্দিরে পুজো দেওয়ার পরে মন্দিরনগরীতে একটি রোড শো-ও হয় বিজেপির তরফে।
প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য অযোধ্যায় রাস্তায় উপচে পড়েছিল ভিড়।
২০১৪, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের মতো এই নির্বাচনেও বারাণসী কেন্দ্র থেকে প্রার্থী প্রধানমন্ত্রী। আগামী ১ জুন, শেষ দফায় বারাণসী কেন্দ্রে ভোট।
বহু বিতর্কের মধ্যে দিয়ে তৈরি হয়ে উঠেছে রামমন্দির। এখন দেখা যাচ্ছে, তা শুধু ধর্মীয়ক্ষেত্রেই আবদ্ধ হয়ে নেই। তা ঢুকে পড়েছে রাজনীতির ভিতরেও।