PHOTOS

লস অ্যাঞ্জেলেসে ৭টি শয়ন কক্ষ বিশিষ্ট Nick-Priyanka-র ১৪৪ কোটির বাড়ি

Advertisement
1/9

২০১৭-তে আলাপ, ২০১৮-র ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ের ঠিক ১ বছর পর লস অ্যাঞ্জেলেসে ১৪৪ কোটির এই ম্যানশন কেনেন নিক-প্রিয়াঙ্কা।

2/9

বাড়ি বলতে ঠিক কী বোঝেন? এই প্রশ্নে প্রিয়াঙ্কা এক সাক্ষাৎকারে বলেন, যতক্ষণ আমার চারপাশে ভালোবাসার মানুষরা রয়েছে, সেটাই আমার কাছে বাড়ি। মুম্বই, নিউ ইয়র্কের পাশাপাশি এখন আমার লস অ্যাঞ্জেলেসেও একটি বাড়ি রয়েছে। 

3/9

নিক-প্রিয়াঙ্কার এই বাড়িতে রয়েছে ৭টি শয়ন কক্ষ, ১১টি বাথরুম। এমনকি পোষ্যদের জন্যও আলাদা বাথরুম রয়েছে। 

 

4/9

প্রিয়াঙ্কা-নিকের বাড়ির বৈঠক খানায় রয়েছে ক্রিম রঙের সোফা, পাথরের ফায়ারপ্লেস, নিচু কাঠের কফি টেবিল এবং মেঝে থেকে সিলিং পর্যন্ত বড় জানালা। 

5/9
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by NICK JONɅS (@nickjonas)

শরীরচর্চার জন্য নিক-প্রিয়াঙ্কার বাড়িতেই রয়েছে জিম। যেখানে শরীরচর্চা করার ছবি প্রায়ই নিকের ইনস্টাগ্রামে উঠে আসে। 

6/9

প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের লস অ্যাঞ্জেলেসের বাড়ির পিছন থেকেই সমুদ্র দেখা যায়। আরও একটি প্রান্ত থেকে দেখা যায় সারি সারি পাহাড়। শুধু দম্পতির জন্য নয়, তাঁদের পোষ্য ডায়ানা, পান্ডা পাঙ্ক এবং জিনোর  জন্যও রয়েছে আরামদায়কভাবে থাকের ব্যবস্থা। 

7/9
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by NICK JONɅS (@nickjonas)

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by NICK JONɅS (@nickjonas)

বাড়ির এই ঘরটিতে সকলে মিলে প্রজেক্টর চালিয়ে যাতে সিনেমা দেখতে পারেন, তার সুবন্দোবস্ত রয়েছে। রয়েছে টেবিল টেনিস সহ বিভিন্ন ইনডোর গেম খেলার ব্যবস্থা। 

8/9

প্রিয়াঙ্কা-নিকের বাড়ির সামনেই রয়েছে বিশাল ফাঁকা এলাকা, যেটা বিভিন্ন গাছপালা দিয়ে ঘেরা।

9/9

লস অ্যাঞ্জেলেস-এর বিলাসবহুল বাড়িতে রয়েছে একটা বিশাল বড় আকারের সুইমিং পুল। পুরো বাড়িটি তিন একর জমির উপর তৈরি। 





Read More