PHOTOS

Priyanka Chopra Photo: রোমে মোহময়ী প্রিয়াঙ্কা, মুগ্ধ নিক জোনাস থেকে জেসিকা আলবা...

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, যিনি বর্তমানে ইতালিতে রয়েছেন, সম্প্রতি তিনি একটি ইভেন্ট থেকে ইনস্টাগ্রামে নতুন ছবি শেয়ার করেছেন। বিভিন্ন পোজের ছবি পোস্ট করেছেন।

 

Advertisement
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রিয়াঙ্কাকে শেষ দেখা গিয়েছিল রিচার্ড ম্যাডেনের সঙ্গে 'সিটাডেল' ছবিতে। এরপর, তাঁকে ফারহান আখতারের ছবি 'জি লে জারা'-তে দেখা যাবে। এই ছবিতে আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফকে অভিনয় করতে দোখা যাবে।

2/6

একজন অনুরাগী লিখেছেন, 'আমি বিশ্বাস করতে পারছি না তাঁর বয়স ৪০'। অন্য একজন মন্তব্য করেছেন, ' যেন তাঁর বয়স হয়নি। ঠিক যেভাবে আমি তাঁকে 'অ্যাইতরাজ' মুভিতে দেখেছিলাম এবং সেটা প্রায় ২০ বছর আগে।

3/6

 ছবিগুলি শেয়ার করার সঙ্গে সঙ্গে তাঁর বন্ধুরা এবং অনুরাগীরা মন্তব্য করে তাঁর প্রতি ভালবাসার প্রকাশ করেছেন। নিক তাঁর পোস্টে একটি লাল হার্ট ইমোজি দিয়েছেন। জেসিকা আলবা লিখেছেন, 'স্টানিং', তারপরে একটি ফায়ারের ইমোজি দিয়েছেন৷

4/6

তাঁর পোস্টে তাঁর স্বামী নিক জোনাস এবং জেসিকা আলবার  প্রতিক্রিয়া জানিয়েছেন।

5/6

প্রিয়াঙ্কা একটি পান্না নেকলেস, সাদা গাউন এবং সাদা রঙের হিল পড়েছিলেন। 

6/6

 প্রিয়াঙ্কা চোপড়া বুলগারি হোটেল উদ্বোধনের জন্য ইতালির রোমে ছিলেন। 





Read More