Priyanka Chopra-Nick Jonas: সম্প্রতি ভারতে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। একটি বিজ্ঞাপনের কারণেই তিনি দেশে এসেছেন এমনটাই খবর। এরই মাঝে বুধবার অযোধ্যার রামমন্দিরে হাজির হন পি.সি.।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাম মন্দির উদ্বোধনের সময় দেখা মেলেনি প্রিয়াঙ্কা চোপড়ার। বুধবার আচমকাই অযোধ্যায় হাজির হন তিনি।
তবে একা নয়, এদিন প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন তাঁর স্বামী পপস্টার নিক জোনাস, তাঁর মা মধু চোপড়া ও প্রিয়াঙ্কার একমাত্র মেয়ে মালতী মেরি চোপড়া জোনাস।
এদিন প্রিয়াঙ্কা পরেছিলেন হলুদ রঙের সালোয়ার কামিজ। নিকের পরনে সাদা কুর্তা।
অভিনেত্রীর নিরাপত্তার বিশেষ ব্যবস্থাও করা হয়েছিল। প্রিয়াঙ্কাকে উত্তরীয় পরিয়ে দেন মন্দিরের পূজারী।
সম্প্রতি একটি বিজ্ঞাপনের কারণেই তিনি দেশে এসেছেন এমনটাই খবর। এছাড়াও ফারহান আখতারের সঙ্গেও দেখা করেন তিনি। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই জি লে জারা নিয়ে কাজ শুরু করতে চান প্রিয়াঙ্কা।
মন্দিরে পুরো সময়ই মেয়েকে কোলে নিয়ে দেখা গেল প্রিয়াঙ্কাকে। সপরিবারে রামলালা দর্শন করেন তাঁরা।