Prophecies Of Baba Vanga Came True In 2025: মায়ানমার চোখ খুলে দিয়েছে। প্রায় ২০০০ মানুষের মৃত্যু ঘটেছে সেখানে। আর তারপরই মানুষ বলতে শুরু করেছে, এই তো বাবা ভাঙ্গা ক্রমশ সত্যি হচ্ছেন।
যেমন, বাবা ভাঙ্গা এই ২০২৫ সালে ভয়ংকর ভূমিকম্পের পূর্বাভাস দিয়েছেন। মায়ানমার-ব্যাংকক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বাবা ভাঙ্গা কতটা নির্ভুল!
তা হলে তাঁর বাকি পূর্বাভাসগুলিও কি সত্য হবে? এটা ভেবেই লোকে ভয়ংকর ভয় পেয়ে গিয়েছে।
ভয় পাবে নাই-বা কেন? কী কী সব বলে গিয়েছেন বাবা ভাঙ্গা! যেমন, তিনি বলেছেন, বড় ধরনের যুদ্ধ হবে ইউরোপে। ইউরোপের এই সংঘাতে বহু মানুষের মৃত্যু ঘটবে।
বিশ্ব জুড়ে আসবে এক বিপুল মন্দা। একে 'গ্লোবাল ইকনমিক ডিজাস্টার' বলা হচ্ছে। বাবা ভাঙ্গার এই কথা যদি সত্যি হয়, তবে তো আর দেখতে হবে না!
এই ২০২৫ সাল থেকেই মানবসভ্যতার ক্ষয় শুরু হবে। পাকাপাকি ভাবে বিশ্ব শেষ হয়ে যাওয়ার শুরুটা ২০২৫ সালেই।
কবে পাকাপাকি ভাবে ধ্বংস হয়ে যাবে বিশ্ব? ৫০৭৯ সালে।ওই শেষ হয়ে যাওয়ার শুরুটা এই ২০২৫ সালেই।