PHOTOS

Prosenjit Chatterjee: ভারী প্রস্থেটিক মেকআপ নিয়ে টানা ১৪ ঘণ্টা শুট, শেষ 'আয় খুকু আয়' ছবির শুটিং

Advertisement
1/6
শুটিং শেষ
শুটিং শেষ

নিজস্ব প্রতিবেদন: সিনেমা হলে সম্প্রতি ২৫ দিন পার করল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। এরপর মুক্তির অপেক্ষায় রয়েছে একের পর এক ছবি। সম্প্রতি ছবির শুটিং শেষ করলেন অভিনেতা। 

2/6
ছাপোষা লুকে
ছাপোষা লুকে

চরিত্রের তাগিদে নানা সময়ে নানা লুকে দেখা যায় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্প্রতি অতনু ঘোষের শেষপাতা ছবিতে তাঁর লুক দেখে চমকে উঠেছিল দর্শক। এরপর আয় খুকু আয় ছবিতেও একেবারে জৌলুসহীন এক চরিত্রের জন্য ছাপোষা লুক বেছে নিয়েছেন অভিনেতা। 

3/6
বাবা মেয়ের গল্প
বাবা মেয়ের গল্প

ছবির গল্প আবর্তিত হচ্ছে এক বাবা ও মেয়েকে কেন্দ্র করে। বাবার চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও মেয়ের চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে। 

 

4/6
দিতিপ্রিয়ার লুক
দিতিপ্রিয়ার লুক

মধ্যবিত্ত পরিবারের মেয়ে দিতিপ্রিয়ার লুকও এই ছবিতে চমকপ্রদ।

 

5/6
প্রযোজক জিৎ
প্রযোজক জিৎ

তবে ছবিতে শুধুমাত্র একজন সুপারস্টার নয়, সঙ্গে রয়েছেন আরেক সুপারস্টার জিৎ। তিনি এই ছবির প্রযোজক। 

 

6/6
পোস্টার
পোস্টার

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'আয় খুকু আয়' ছবির পোস্টার। পোস্টারে দেখা যাচ্ছে বিয়ের চন্দন সহ লাল টিপ। 





Read More