Pujarini Ghosh: কড়া ডায়েট কি কাল হল অভিনেত্রীর? গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী পূজারিণী ঘোষ। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় বেসরকারি হাসপাতালে। তারপরেই আইসিইউতে স্থানান্তরিত করা হয় তাঁকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অসুস্থ অভিনেত্রী পূজারিনী ঘোষ।
গত পরশু অর্থাত্ ২১ সেপ্টেম্বর তিন বার অজ্ঞান হয়ে যান অভিনেত্রী। এরপরেই তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে।
চেকআপের পরেই তাঁকে আইসিইউতে ভর্তি করার পরামর্শ দেন চিকিত্সকরা। কী কারণে এত অসুস্থ হয়ে পড়েন তিনি?
অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে পূজারিনী জানান যে স্ট্রেস ও কড়া ডায়েটের কারণে আচমকা তাঁর রক্তচাপ মারাত্মকভাবে কমে যায়।
পূজারিনী জানান যে তাঁর রক্তচাপ নেমে হয়ে যায় ৬০/৪০)। তিনবার জ্ঞান হারান তিনি। তারপর দেরি না করে দ্রুত তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। তবে আইসিইউকে থেকে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে।
বর্তমানে তাঁর রক্তচাপ ৯০/৬০। তবে এখনই হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না তাঁকে।
তবে তিনি আপাতত স্থিতিশীল। রক্তচাপ স্বাভাবিক হলেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে বলে জানান পূজারিনী।
বাংলা সিনেমার পরিচিত নাম পূজারিণী। সিনেমা থেকে একাধিক সিরিজে কাজ করেছেন অভিনেত্রী।
‘জে এল ফিফটি’-এর মতো হিন্দি ওয়েব সিরিজে অভয় দেওলের সঙ্গে অভিনয় করেন এই অভিনেত্রী। দক্ষিণী ছবিতেও অভিনয় করেন পূজারিনী।