PHOTOS

Alive Daughter Cremation: ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করার অপরাধ! রাগে চোখের মণি 'জীবন্ত' মেয়ের মুখাগ্নি করল বাবা...

Jalpaiguri: ভিন্নধর্মী যুবককে ভালোবেসে বিয়ে করার  অপরাধে একমাত্র মেয়ের কুশপুতুলে মুখাগ্নি করে দাহ করল পরিবার। নিয়ম নিষ্ঠার সঙ্গে শ্রাদ্ধের আয়োজন।

Advertisement
1/7
জীবন্ত মেয়ের অন্ত্যেষ্টি
জীবন্ত মেয়ের অন্ত্যেষ্টি

প্রদ্যুত দাস: ভিন্নধর্মে বিয়ে, 'মেয়ে আর নেই', তাই এই কঠিন সিদ্ধান্ত পরিবারের। আদরের কন্যার কুশপুতুল দাহ করল পরিবারের লোকজন। আয়োজন করা হয় শ্রাদ্ধেরও।

2/7
জীবন্ত মেয়ের অন্ত্যেষ্টি
জীবন্ত মেয়ের অন্ত্যেষ্টি

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের ভুটকি সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকার ভিন্নধর্মী যুবককে ভালোবেসে বিয়ে করার অপরাধে একমাত্র মেয়েকে কার্যত সম্পর্কচ্যুত করল পরিবার। ডাঙ্গাপাড়ার এক মধ্যবিত্ত পরিবারের মেয়েকে জীবিত অবস্থাতেই 'মৃত' ঘোষণা করে, শ্মশানে নিয়ে কুশপুতুল দাহ করা হল। শুধু তাই নয়, সেই সঙ্গে আয়োজন মেয়ের শ্রাদ্ধানুষ্ঠানও।

 

3/7
জীবন্ত মেয়ের অন্ত্যেষ্টি
জীবন্ত মেয়ের অন্ত্যেষ্টি

ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকায়। নেহা দে, বয়স (২৬)  একমাত্র কন্যা। পরিবার জানিয়েছে, বহু বোঝানো সত্ত্বেও সে পরিবারের অমতে একটি ভিন্নধর্মী যুবককে বিয়ে করেছে। এরপর থেকেই তার সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করে দেন বাবা-মা।

4/7
জীবন্ত মেয়ের অন্ত্যেষ্টি
জীবন্ত মেয়ের অন্ত্যেষ্টি

বাবা নারায়ণ দে বলেন, 'আমরা মেয়েকে চোখের মণির মতো করে বড় করেছিলাম। সমাজের নিয়ম ভেঙে সে যেভাবে ভিন্নধর্মে বিয়ে করল, তাতে আমরা দুঃখ পেয়েছি, অপমানিতও হয়েছি। এখন থেকে ও আমাদের আর নেই। তাই আমাদের কাছে ওর ‘অন্ত্যেষ্টি’ সম্পন্ন হল।'

5/7
জীবন্ত মেয়ের অন্ত্যেষ্টি
জীবন্ত মেয়ের অন্ত্যেষ্টি

নেহার কুশপুতুল তৈরি করে দাহ করা হয়। চোখে জল, আর কাঁটার মতো গোঁজা অভিমানে পরিবারের সদস্যরা সেই চিতা জ্বালান।

6/7
জীবন্ত মেয়ের অন্ত্যেষ্টি
জীবন্ত মেয়ের অন্ত্যেষ্টি

পরিবার জানিয়েছে, আত্মীয়-স্বজনদের ডেকে শ্রাদ্ধানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। আয়োজনে পিণ্ডদান ও শ্রাদ্ধবিধি—এক জীবিত মেয়ের নামে, যিনি এখন তাঁদের কাছে মৃত।

7/7
জীবন্ত মেয়ের অন্ত্যেষ্টি
জীবন্ত মেয়ের অন্ত্যেষ্টি

এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কেউ এই ঘটনায় পরিবারের অবস্থানকে সমর্থন করছেন, আবার কেউ বলছেন—এ এক অন্ধ রক্ষণশীলতার করুণ নিদর্শন।

 





Read More