PHOTOS

Purulia Heavy Rain Effect: অতি বৃষ্টির জেরে বেড়েছে নদীর জলস্তর! প্লাবিত বিস্তীর্ণ এলাকা! সড়কে ধস, রাস্তায় ফাটল, ভেঙেছে সেতু...

Purulia Heavy Rain Effect: বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়ায় কোথাও ভেঙছে সেতু, কোথাও সড়কে ধস, কোথাও রাস্তায় ফাটল! কোথায় এমন পরিস্থিতি?

Advertisement
1/6
ভয়াবহ বৃষ্টি
ভয়াবহ বৃষ্টি

মনোরঞ্জন মিশ্র: অতি বৃষ্টির জেরে বেড়েছে নদীর জলস্তর। আর সে জন্য কোথাও ভেঙে গিয়েছে সেতু, কোথাও রাজ্য সড়কে নেমেছে ধস, কোথাও রাস্তায় দেখা দিয়েছে ফাটল! 

2/6
যোগাযোগবিচ্ছিন্ন গ্রামের পর গ্রাম
যোগাযোগবিচ্ছিন্ন গ্রামের পর গ্রাম

পুরুলিয়া বলরামপুর ব্লকের পৈনবাইদ এলাকায় সেতু ভেঙে যাওয়ায় যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই প্রান্তের ১০টিরও বেশি গ্রাম এবং গ্রামের বাসিন্দারা। 

3/6
ধস-ফাটল
ধস-ফাটল

জলের তোড়ে নদী-সংলগ্ন রাজ্য সড়কের এক পাশে ধস নেমে যায়। রাস্তায় দেখা দিয়েছে ফাটল। 

4/6
রাস্তার পাশে ব্যারিকেড
রাস্তার পাশে ব্যারিকেড

ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিস। রাস্তার একপাশে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। 

5/6
ঝুঁকিপূর্ণ
ঝুঁকিপূর্ণ

অন্য দিকে, ভাঙা সেতুর উপর দিয়েই ঝুঁকিপূর্ণ ভাবে পায়ে হেঁটে পারাপার করছেন গ্রামবাসীরা। 

6/6
১০ কিমি ঘুরপথে
১০ কিমি ঘুরপথে

সেতু ভেঙে যাওয়ায় প্রায় ১০ কিমি ঘুরপথে যানবাহন নিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। দ্রুত সেতু ও রাস্তা মেরামতের আবেদন জানিয়েছেন তাঁরা। 





Read More