R G Kar incident in Tv Serial: সম্প্রতি শিয়ালদহ আদালত শুনিয়েছে সাজা। আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিয়েছেন বিচারক। এবার বাংলা ধারাবাহিকে সরাসরি সেই গল্প।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার বাংলা ধারাবাহিকের গল্পে উঠে আসবে আরজি কর কাণ্ড। ৯ আগস্ট ২০২৪, কলকাতার সরকারি হাসপাতালে পোস্টগ্রাজুয়েট শিক্ষানবিশ ডাক্তারের মর্মান্তিক ধর্ষণ ও খুনের ঘটনা সারা দেশকে নাড়িয়ে দেয়।
হাসপাতালের সেমিনার রুমে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। এই ঘটনার মূল অভিযুক্ত, একজন সিভিক ভলান্টিয়ার, সঞ্জয় রায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ থেকে চিহ্নিত হয় এবং পরে গ্রেফতার করা হয় তাঁকে। এই নৃশংস ঘটনায় সারা পৃথিবী জুড়ে ওঠে প্রতিবাদের ঝড় ।
এক সাধারণ মেয়ে যার স্বপ্ন ছিল মানুষের সেবা করা। তাঁর সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। অকালে হারিয়ে গেল একটি উজ্জ্বল প্রাণ। আর এক বুক শূন্যতা নিয়ে বেঁচে রইলেন বাবা মা।
এবার সেই কাহিনীই তুলে ধরা হবে আকাশ বাংলার পুলিশ ফাইলসে। "আরজি কর কান্ড " সম্প্রচারিত হবে ৮ই ফেব্রুয়ারি রাত ৮টায়, রাত ১১টায় এবং পরদিন দুপুর ১২টায়।
মৃত চিকিত্সকের চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী, বাবার ভূমিকায় আশিষ পাঠক, মা হয়েছেন রীনা মিত্র, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের চরিত্রে চন্দন ব্যানার্জি ও প্রিন্সিপালের ভূমিকায় অভিনয় করেছেন রানা রায়।